× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

LG-এর কমপ্লিট এয়ার সল্যুশন টেকনোলজি এখন র‍্যানকনে

০২ আগস্ট ২০২৫, ১৮:৩৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

প্রযুক্তিনির্ভর, শক্তি-সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব সমাধানের ক্ষেত্রে বৈশ্বিকভাবে স্বীকৃত কোরিয়ান ইলেকট্রনিক্স ব্র্যান্ড LG Electronics-এর কমপ্লিট এয়ার সল্যুশন এখন পাওয়া যাচ্ছে র‍্যানকনে। 

এই উপলক্ষে র‍্যাংস ইমার্টের গুলশান শোরুম পরিদর্শন করেন LG-এর গ্লোবাল ও এশিয়া অঞ্চলের শীর্ষ নির্বাহীরা। এই সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের বাজারে LG-এর এনার্জি-সেভিং ও এনভায়রনমেন্ট-ফ্রেন্ডলি এয়ার সল্যুশনের প্রস্তুতি ও সক্ষমতা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা এবং স্থানীয় অংশীদার র‍্যাংকন গ্রুপের সঙ্গে কার্যকর সহযোগিতার রূপরেখা আরও সুসংহত করা।

LG প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন, জে সং লি – প্রেসিডেন্ট, ইকো সল্যুশন কোম্পানি, সিওক হুন জ্যাং – প্রেসিডেন্ট, RAC বিজনেস, ইয়ন উক জিয়ং – লিডার, ES এশিয়া/ইন্ডিয়া সেলস ও মার্কেটিং, কুন হো লি – প্রেসিডেন্ট, LGESL, জেরাল্ড চুন – এমডি, LESL BDB এবং অন্যান্য শীর্ষ নির্বাহীরা।

র‍্যাংকন গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, রোমো রউফ চৌধুরী – গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর, ফারহানা করিম – ম্যানেজিং ডিরেক্টর, ইয়ামিন শরীফ চৌধুরী – ডিভিশনাল ডিরেক্টর, র‍্যাংকন ইলেকট্রনিক্স এবং অন্যান্য শীর্ষ নির্বাহীরা।

ইকো সল্যুশন কোম্পানির প্রেসিডেন্ট মিঃ জে সং লি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন,  “বাংলাদেশের আবাসিক ও বাণিজ্যিক স্থাপনাগুলোর দ্রুত পরিবর্তনশীল চাহিদার কথা বিবেচনায় রেখে আমরা নিয়ে এসেছি এমন একটি সমাধান, যা কেবল শীততাপনিয়ন্ত্রণ নয়— শক্তি দক্ষতা, উন্নত বায়ুগুণমান এবং স্মার্ট ব্যবস্থাপনায় নতুন মানদণ্ড স্থাপন করবে।”

র‍্যানকন গ্রুপের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর, রোমো রউফ চৌধুরী বলেন:“টেকনোলজি ও সাসটেইনেবিলিটির যুগে LG-এর মতো একটি বৈশ্বিক ব্র্যান্ডের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। র‍্যানকন সবসময় আধুনিক ও কার্যকরী সমাধান নিয়ে কাজ করে যাবে।”

LG-এর অত্যাধুনিক এয়ার সল্যুশনস এখন র‍্যানকনের অংশ, যার মধ্যে রয়েছে- LG এয়ার কন্ডিশনার উন্নত ইনভার্টার প্রযুক্তি, দ্রুত কুলিং, মৃদু শব্দ উৎপাদন এবং বিদ্যুৎ সাশ্রয় – সব মিলিয়ে LG এসি উপহার দেয় স্থিতিশীল ও আরামদায়ক অভিজ্ঞতা, ব্যক্তিগত বা বাণিজ্যিক যেকোনো স্পেসের জন্য।

LG HVAC সিস্টেম আধুনিক ভবনসমূহের জন্য উপযোগী Chiller & VRF (Variable Refrigerant Flow) প্রযুক্তিনির্ভর LG HVAC সল্যুশন – শক্তি দক্ষতা, মডুলার কাঠামো এবং স্মার্ট নিয়ন্ত্রণের অসাধারণ সমন্বয়।

LG এয়ার পিউরিফায়ার HEPA ফিল্টার এবং প্লাজমাস্টার আইওনাইজার প্রযুক্তির মাধ্যমে বাতাস থেকে ধূলিকণা, অ্যালার্জেন ও জীবাণু দূর করে LG এয়ার পিউরিফায়ার – সুস্থ ইনডোর পরিবেশ নিশ্চিত করে প্রতিদিন।দীর্ঘদিনের পার্টনারশিপে র‍্যানকন গ্রুপ বাংলাদেশের বাজারে এলজি’র এয়ার কন্ডিশনিং সল্যুশন সরবরাহ করে আসছে। সেই ধারাবাহিকতায় এখন র‍্যানকনের মাধ্যমে গ্রাহকরা পাচ্ছেন LG-এর সম্পূর্ণ এয়ার সল্যুশন—HVAC সিস্টেম, এয়ার কন্ডিশনার ও এয়ার পিউরিফায়ার সবকিছু এক ছাদের নিচে, এক বিশ্বস্ত প্ল্যাটফর্মে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.