দেশের এসএমই খাতকে অগ্রাধিকার দিয়ে ‘এসএমই মানেই ব্র্যাক ব্যাংক’ ক্যাম্পেইনের সূচনা করেছে ব্র্যাক ব্যাংক। দীর্ঘ দুই দশকের পথচলায় ব্যাংকটি দেশের অর্থনৈতিক অগ্রগতির নির্ভরযোগ্য অংশীদার হিসেবে ২০ লাখ এসএমই গ্রাহককে সেবা দিয়েছে এবং ২ লাখ কোটি টাকার ঋণ বিতরণ করেছে, যা ২ কোটিরও বেশি মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তন এনেছে।
রবিবার (৩ জুলাই) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করছে।
এই ক্যাম্পেইনের আওতায় সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য ১৩.৭৫ শতাংশ হারে জামানতবিহীন ঋণসুবিধা প্রদান করা হবে, যা বর্তমানে এই খাতে সর্বনিম্ন সুদের হার। এই হার ১ আগস্ট ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত প্রযোজ্য থাকবে।
এসএমই খাতের চাহিদা বিবেচনায় ব্র্যাক ব্যাংক দুটি নতুন প্রোডাক্ট সল্যুশন এনেছে—‘প্রবর্তন’ এবং ‘বিজপে (BizPay)’। প্রবর্তন একটি আনসিকিউর্ড ঋণ, যা ই-কমার্স ও এফ-কমার্স উদ্যোক্তাদের জন্য ডিজাইন করা হয়েছে। প্রচলিত ব্যাংক স্টেটমেন্টের পরিবর্তে অনলাইন বিক্রির রেকর্ডকে ভিত্তি করে ঋণ প্রদান করা হবে।
অন্যদিকে, বিজপে হলো একটি প্রযুক্তিনির্ভর এসএমই ট্রানজ্যাকশন ব্যাংকিং প্ল্যাটফর্ম, যা উদ্যোক্তাদের একাধিক ও বড় পরিমাণ লেনদেন সহজে করতে সহায়তা করবে। এই প্ল্যাটফর্মটি প্রচলিত ব্যাংকিং সীমাবদ্ধতা অতিক্রম করে একটি কার্যকর সমাধান দেবে।
এসএমই ব্যাংকিং আধুনিকায়নের এই পদক্ষেপ দেশের অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোক্তা বিকাশে ব্র্যাক ব্যাংক উদ্ভাবনী প্রোডাক্ট উন্নয়ন অব্যাহত রেখেছে।
ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, “আমাদের মূল লক্ষ্যই হলো দেশের ক্ষুদ্র ব্যবসাগুলোকে বিকশিত হতে সহায়তা করা। দুই যুগের পথচলায় আমরা ২০ লাখ এসএমই গ্রাহকের ক্ষমতায়ন করেছি। আমরা নতুন উদ্যোক্তাদের পথপ্রদর্শক হয়েছি এবং দুই কোটি মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছি। আমাদের ক্যাম্পেইন ‘এসএমই মানেই ব্র্যাক ব্যাংক’ এই অঙ্গীকারেরই প্রতিফলন।”