× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে রেমিটেন্স স্টেটমেন্ট সেবা

০৬ আগস্ট ২০২৫, ১৭:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত।

প্রবাসীদের প্রিয়জনের সুবিধার কথা বিবেচনায় রেখে বিকাশ অ্যাপে এবার যুক্ত হয়েছে ‘রেমিটেন্স স্টেটমেন্ট’ সেবা। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়, নতুন যুক্ত হওয়া এই ফিচারের মাধ্যমে এখন গ্রাহক যেকোনো সময় তাঁর প্রয়োজনমত রেমিটেন্স স্টেটমেন্ট নিতে পারবেন যা অ্যাকাউন্টে গ্রহণ করা রেমিটেন্সের রেকর্ড রাখবে। ফলে, তাঁর আর্থিক ব্যবস্থাপনা হবে আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময়। আয়কর পরিশোধের ক্ষেত্রেও এই স্টেটমেন্ট কাজে লাগবে।

বিকাশ অ্যাপের রেমিটেন্স আইকনে তিনটি ট্যাব যুক্ত আছে-দেশ অনুযায়ী অপারেটর, রেমিটেন্স স্টেটমেন্ট এবং রিসিট। স্টেটমেন্ট অংশে ট্যাপ করে গ্রাহক রেমিটেন্স স্টেটমেন্ট নেয়ার প্রক্রিয়া শুরু করতে পারবেন। চাইলে ৩০ দিন, ১৮০ দিন, কর-বছর বা নিজের পছন্দমত তারিখ অনুসারে রেমিটেন্সের স্টেটমেন্টের জন্য রিকুয়েস্ট করা যাবে। দিনে ২ বার ও মাসে সর্বোচ্চ ৫ বার এই রিকুয়েস্ট করা যাবে। রিকুয়েস্ট জমা দেয়ার পর সর্বোচ্চ ৭২ ঘন্টার মধ্যে স্টেটমেন্ট পাওয়া যাবে এবং তৈরি হলে অ্যাপে নোটিফিকেশন আসবে। এরপর ডাউনলোড করে স্টেটমেন্ট ব্যবহার করতে পারবেন।

নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে স্টেটমেন্ট পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত, এবং এটি বিনামূল্যে পাওয়া যাবে।

স্টেটমেন্টের উপরের অংশে থাকবে: গ্রহীতার নাম, বিকাশ নম্বর, গ্রহীতার ধরন, স্টেটমেন্টের সময়সীমা, ইস্যু ডেট।

আর নিচের অংশে থাকবে, মোট রেমিটেন্সের সংখ্যা ও পরিমাণ।

প্রতিটি লেনদেনের বিস্তারিত থাকবে, রেমিটেন্স গ্রহণের সময় ও তারিখ, যে দেশ থেকে পাঠানো হয়েছে, সেটেলমেন্ট ব্যাংকের নাম, মানি ট্রান্সফার অপারেটরের নাম, পাঠানো টাকার পরিমাণ।

এ পর্যন্ত ৪০ লাখেরও বেশি বিকাশ অ্যাকাউন্টে বৈধ পথে রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। বিকাশ দেশের ২৫টি শীর্ষ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এবং ১১০টি আন্তর্জাতিক এমটিও-এর মাধ্যমে ১৪০টিরও বেশি দেশ থেকে রেমিটেন্স গ্রাহকের কাছে পৌঁছে দিচ্ছে। প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে বিকাশের সচেতনতামূলক কার্যক্রমও চলছে নিয়মিত।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.