ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র নবনিযুক্ত ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী, জোন ও শাখা প্রধানদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার (৪ আগস্ট) হাইব্রিড সিস্টেমে সভাটি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সভায় অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদুর রহমান ও মুহাম্মদ সাঈদ উল্লাহ। স্বাগত বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম।
সভায় ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরবৃন্দ, প্রধান কার্যালয়ের উইং ও ডিভিশন প্রধানগণ, ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, ১৬টি জোনের জোনপ্রধান, ৪০০টি শাখার ব্যবস্থাপক এবং ২৭১টি উপশাখার ইনচার্জগণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ ওমর ফারুক খান বলেন, ইসলামী ব্যাংক দেশের বৃহত্তম ব্যাংক এবং সামগ্রিক অর্থনীতির মেরুদন্ড হিসেবে বিবেচিত। দেশের মানুষের অবিরাম আস্থার কারণে এটি সম্ভব হয়েছে। বিগত কয়েক বছরে কিছু সময় এই আস্থায় ঘাটতি দেখা দিলেও নতুন বাংলাদেশে তা ফিরে এসেছে। তিনি বলেন, ব্যাংকের ঐতিহ্য পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি ব্যাংকের সমস্যা চিহ্নিত করে তা থেকে উত্তরণের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশনা দেন। এছাড়াও ইসলামী ব্যাংককে আধুনিক ও স্মার্ট ব্যাংক হিসেবে গড়ে তুলতে সততা, আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।