× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আনসারের ১৫ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরালেন মহাপরিচালক

০৬ আগস্ট ২০২৫, ১৮:১০ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক থেকে পদোন্নতি প্রাপ্ত ১৫ জন কর্মকর্তাকে উপপরিচালক পদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

অনুষ্ঠানে মহাপরিচালক পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, পদোন্নতি একটি গৌরবময় অর্জন, তবে এর সঙ্গে বাড়ে দায়িত্ব ও কর্তব্যের বহুমাত্রিকতা।

তিনি বলেন, প্রত্যেকে যেন নিজ নিজ দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে বাহিনীর কার্যক্রমে গতি, শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখে—এটাই বাহিনীর পক্ষ থেকে প্রত্যাশিত।

পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের পক্ষ থেকে মো. জয়নাল আবেদীন বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, এই পদোন্নতি আমাদের জন্য যেমন সম্মানজনক, তেমনি এটি ভবিষ্যতের দায়িত্ব পালনে এক অনুপ্রেরণা। তিনি অঙ্গীকার করেন যে, নবনিযুক্ত উপ-পরিচালকেরা সম্মিলিতভাবে বাহিনীর সেবায় ও দেশের কল্যাণে আরও নিষ্ঠাবান ও দায়িত্বশীল হয়ে কাজ করে যাবেন।

পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হলেন মো. জয়নাল আবেদীন, এস.এম. শরিফুল ইসলাম, মো. রেজাউল ইসলাম, মো. আব্দুল আলীম, মোহা. কামরুল ইসলাম, মোহাম্মদ কামরুল ইসলাম, মুহাম্মদ এমরানুল হক, এস.এম. রায়হান হেলাল, উজ্জ্বল ব্যানার্জী, মো. সিদ্দিকুর রহমান খান, মোহাম্মদ আজহারুল হুদা, মোহাম্মদ রায়হান উদ্দীন ফকির, এস.এম. আকতারুজ্জামান, মোহাম্মদ রকিব উদ্দিন এবং মোহাম্মদ জসীম উদ্দিন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত চার আগস্ট তারিখের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের উপ-পরিচালক পদে পদোন্নতি প্রদান করা হয়। আজ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান করা হয় এবং মহাপরিচালক মহোদয় তাদেরকে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করেন।

অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, উপ-মহাপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.