বর্ষা উপলক্ষে ‘৮.৮ মনসুন ম্যাডনেস’ ক্যাম্পেইন চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ। বৃহস্পতিবার (৮ আগস্ট) শুরু হয়ে এই ক্যাম্পেইন চলবে ১৪ আগস্ট পর্যন্ত। বুধবার (৬ জুলাই) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এই ক্যাম্পেইনে গ্রাহকরা ৮০% পর্যন্ত মূল্যছাড়, ৮ টাকার ডিল, ফ্রি ডেলিভারি এবং আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাবেন।
ক্যাম্পেইনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ‘দারাজ জ্যাকপট – বাই মোর অ্যান্ড উইন’ প্রতিযোগিতা, যেখানে সর্বোচ্চ অর্ডারকারী গ্রাহক জিততে পারবেন একটি ডাবল-ডোর ফ্রিজ। এছাড়া রয়েছে ‘অ্যাড টু কার্ট অ্যান্ড উইন’ এবং ‘ব্র্যান্ড গিভঅ্যাওয়ে’ প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারী গ্রাহকদের জন্য থাকছে বিশেষ পুরস্কার।
ক্যাম্পেইনের প্রথম দিন রাত ১২টা থেকে ১টা পর্যন্ত ‘মিডনাইট রাশ আওয়ার’-এ ৮% থেকে ৯% পর্যন্ত ডিসকাউন্ট ভাউচার দেওয়া হবে।
গ্রাহকদের জন্য আরও থাকছে ফ্ল্যাশ ড্রপস, প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত বিশেষ ছাড়, এবং দারাজের সিগনেচার ‘৮ / ৮৮ / ৮৮৮ / ৮৮৮৮ টাকা ডিলস’।
ফ্যাশন, এফএমসিজি, লাইফস্টাইল ও ইলেকট্রনিকস এই চারটি বিভাগে নির্দিষ্ট দিনে থাকবে থিম ডে এবং এক্সক্লুসিভ ডিসকাউন্ট।
ক্যাম্পেইনে বিকাশ, নগদ, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্সসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে পেমেন্টে ১২% পর্যন্ত ক্যাশব্যাক এবং ডিসকাউন্ট সুবিধা পাওয়া যাবে।
৩৯৯ টাকার বেশি অর্ডারে গ্রাহকরা ফ্রি ডেলিভারি উপভোগ করতে পারবেন। দারাজ চয়েস প্রোগ্রামে রয়েছে অতিরিক্ত অফার—‘বাই ৪ গেট ফ্রি ডেলিভারি’ এবং ‘বাই ৫ গেট ১ আইটেম ফ্রি উইথ ফ্রি ডেলিভারি’।
এই ক্যাম্পেইনের এক্সক্লুসিভ প্লাটিনাম পার্টনার হিসেবে রয়েছে রেকিট, ম্যারিকো ও ইউনিলিভার। গোল্ড স্পনসর হিসেবে লোটো ও ওরাইমো এবং সিলভার স্পনসর হিসেবে অংশ নিচ্ছে নেসলে ও আবুল খায়ের গ্রুপ।
দারাজ অ্যাপ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই গ্রাহকরা ক্যাম্পেইনের সর্বশেষ তথ্য, ফ্ল্যাশ ড্রপ ও প্রতিযোগিতার ফলাফল জানতে পারবেন।