আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪৩৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৬ আগস্ট) রাজধানীর সিক্স সিজনস হোটেলে ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করছে।
সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন পর্ষদ পরিচালক মোঃ শাহীন উল ইসলাম, মোঃ আবদুল ওয়াদুদ, মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএ। এ ছাড়া ব্যাংকের সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।