× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কর্মসংস্থান ব্যাংকে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

০৯ আগস্ট ২০২৫, ১৭:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

কর্মসংস্থান ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে অফিসার/সহকারী অফিসার/ডাটা এন্ট্রি অপারেটরদের "বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্বোধন ০৯ আগস্ট ২০২৫ তারিখ শনিবার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী ও উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন। এ সময় আরো উপস্থিত ছিলেন ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ও উপমহাব্যবস্থাপক এ কে এম কামরুজ্জামান।

ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রশিক্ষণলব্ধ জ্ঞান যথাযথ প্রয়োগের আহবান জানান। এছাড়া তিনি কর্মস্থলে উহার প্রয়োগের মাধ্যমে কর্মসংস্থান ব্যাংকের মূল উদ্দেশ্য বাস্তবায়নের পরামর্শ প্রদান করেন। এ সময় তিনি ঋণ প্রদানের ক্ষেত্রে নতুন উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়ার পরামর্শ প্রদান করেন।

ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে প্রশিক্ষণ হতে প্রাপ্ত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে উত্তম গ্রাহক সেবা নিশ্চিতকরণের পরামর্শ প্রদান করেন। উন্নত সেবা প্রদানের মাধ্যমে কর্মসংস্থান ব্যাংককে সেবাবন্ধব ও টেকসই ব্যাংক হিসেবে সামনে এগিয়ে নেওয়ার আহবান জানান।

ট্রেনিং ইনস্টিটিউটের সহকারী মহাব্যবস্থাপক মো: শফিউল আলম খান অনুষ্ঠান সঞ্চালনা করেন। উল্লেখ্য, ব্যাংকের বিভিন্ন শাখার অফিসার/সহকারী অফিসার/ডাটা এন্ট্রি অপারেটরসহ মোট ৪০ জন এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.