× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রেমিটেন্স গ্রাহকদের ব্যাংকিং সচেতনতা বাড়াতে দেশজুড়ে উদ্যোগ ব্র্যাক ব্যাংকের

০৯ আগস্ট ২০২৫, ১৮:৪৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

দেশের বিভিন্ন জেলায় রেমিটেন্স-নির্ভর গ্রাহকদের জন্য একাধিক সচেতনতামূলক গ্রাহক-সম্পৃক্ততা সেশন আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, চাঁদপুর, সিলেট এবং কুমিল্লায় আয়োজিত এসব সেশনের মূল লক্ষ্য ছিল রেমিটেন্সের নিরাপদ ব্যবহার, বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর গুরুত্ব, এবং প্রবাসী ব্যাংকিং সেবা সম্পর্কে গ্রাহকদের সচেতন করা।

শনিবার (৯ আগস্ট) ব্যাংকটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

‘উঠান বৈঠক’ ও শাখা পর্যায়ে অনুষ্ঠিত এসব সেশনে বিদ্যমান ও সম্ভাব্য রেমিটেন্স গ্রাহকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের সামনে উপস্থাপন করা হয় ব্র্যাক ব্যাংকের ‘প্রবাসী পরিবার’ এবং ‘তারা প্রবাসী পরিবার’ অ্যাকাউন্টের সুবিধাসমূহ। একইসঙ্গে হুন্ডির মতো অবৈধ পথে রেমিটেন্স পাঠানোর ঝুঁকি ও বৈধ চ্যানেলের উপকারিতাও তুলে ধরা হয়।

সেশনগুলোতে গ্রাহকদের ব্যাপক সাড়া পাওয়া যায় এবং অনেক নতুন গ্রাহক ব্যাংকিং চ্যানেলে যুক্ত হন। এতে করে কয়েকশ নতুন অ্যাকাউন্ট খোলা হয়। অংশগ্রহণকারীরা ব্যাংকের অ্যাস্থা অ্যাপ, এসএমই স্বাবলম্বী ঋণসহ অন্যান্য রেমিটেন্স-সংক্রান্ত সেবায় আগ্রহ প্রকাশ করেন।

ব্র্যাক ব্যাংকের এই উদ্যোগ সম্পর্কে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস মো. শাহীন ইকবাল সিএফএ বলেন, “আমাদের লক্ষ্য হলো, রেমিটেন্স গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবা দেওয়ার মাধ্যমে দেশে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করা। এ লক্ষ্যে আমরা আমাদের ব্যাংকিং সেবাগুলো এমনভাবে সাজিয়েছি, যা একদিকে যেমন দেশে রেমিটেন্স প্রবাহ বাড়াবে, তেমনি অবৈধ চ্যানেলের পরিবর্তে গ্রাহকদের ব্যাংকিং চ্যানেল ব্যবহারে উৎসাহিত করবে।”

এই উদ্যোগ ব্র্যাক ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি এবং একটি নিরাপদ ও টেকসই রেমিটেন্স ইকোসিস্টেম গঠনের অঙ্গীকারের অংশ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.