× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১৩ বছর বয়সেই সাফল্যের চূড়ায় ওয়াসরিয়া খুশবু

মনিরুল ইসলাম

১২ আগস্ট ২০২৫, ১৯:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশের প্রতিভাবান তরুণী নারী দাবাড়ু ওয়াসরিয়া খুশবু আন্তর্জাতিক অঙ্গনে একটি বড় সফলতার স্বাক্ষর রেখেছেন। মাত্র ১৩ বছর বয়সে তিনি মহিলা ফিদে মাস্টার (WFM) খেতাব লাভ করে দেশের দাবা ইতিহাসে একটি নতুন গৌরবময় অধ্যায় সংযোজন করেছেন। সম্প্রতি বিশ্ব দাবা সংস্থা (FIDE) তার বর্তমান রেটিং ২১৪৫ হওয়ায় এই মর্যাদাপূর্ণ উপাধি দিয়ে তাকে সম্মানিত করেছে। যা বাংলাদেশের নারী দাবায় একটি বিরল ও গুরুত্বপূর্ণ কৃতিত্ব হিসেবে বিবেচিত।

আন্তর্জাতিক দাবা ফেডারেশনের নিয়ম অনুযায়ী, কোনো নারী দাবাড়ুর রেটিং ২১০০ ছাড়ালে মহিলা ফিদে মাস্টার হওয়ার জন্য আবেদন করা যায়। ওয়াসরিয়া খুশবু এই শর্ত পূরণ করে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। এবং ফেডারেশন থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন। খুশবু জানিয়েছেন, “গত দুই বছর বাবার চাকরি না থাকায় দাবার প্রশিক্ষণ নিয়মমাফিক চালানো যায়নি। তাই আমার অর্জনও কিছুটা সীমিত ছিল। আর্থিক সংকটের কারণে শ্রীলঙ্কায় জোন ৩.২ টুর্নামেন্টে যেতে পারিনি। যা আমার প্রত্যাশিত WIM খেতাব অর্জনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।”

খুশবু আরও জানিয়েছেন, “আমি জানতে পেরেছিলাম যে রেটিং ২১০০ হলে WFM হওয়ার সুযোগ আছে। দাবা ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করে তারা আমার জন্য ফাইডে-তে আবেদন করেছে। এখন আমার লক্ষ্য হলো এই রেটিং ধরে রাখা এবং আরও উন্নতি করা।” 

তবে তিনি জানান, তার জন্য আন্তর্জাতিক মানের একক প্রশিক্ষণ নূন্যতম ছয় মাস প্রয়োজন। যা তাকে WIM ও WGM খেতাব অর্জনের পথে এগিয়ে নিতে সাহায্য করবে। “ভালো প্রশিক্ষণ ছাড়া এই অর্জন ধরে রাখা বা এগিয়ে যাওয়া বেশ কঠিন হবে,” 

ওয়াসরিয়া খুশবুর স্বপ্ন খুব বড়। তিনি চান আগামী ১-২ বছরের মধ্যে ২৩৫০ রেটিং পেরিয়ে দেশের জন্য এশিয়ার সর্বোচ্চ রেটিংধারী নারী দাবাড়ু ও WGM হওয়ার মর্যাদা অর্জন করতে। বয়সভিত্তিক জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় ইতিমধ্যেই খুশবুর পারফরম্যান্স নজর কাড়ছে দাবা মহলে। তবে বাংলাদেশের নারী দাবায় এখনো পর্যন্ত কোনো মহিলা গ্র্যান্ডমাস্টার নেই। বর্তমান সময়ে এই স্তরে আছেন রাণী হামিদ, শামীমা আখতার লিজা ও শারমিন শিরিন সুমী।

মহিলা আন্তর্জাতিক মাস্টারের নিচে ফিদে মাস্টার খেতাব। যা বাংলাদেশের দাবা অঙ্গনে খুবই বিরল। দেশে মহিলা ফিদে মাস্টারের সংখ্যা এখনো দশ ছাড়ায়নি। আর ক্যান্ডিডেট মাস্টার আছেন কয়েকজন। আন্তর্জাতিক দাবা অঙ্গনে ক্যান্ডিডেট মাস্টারকে আনুষ্ঠানিক খেতাব হিসেবে গণ্য করা হয় না। ওয়াসরিয়া খুশবুর এই সাফল্য দেশের নারী দাবায় নতুন অনুপ্রেরণা জুগাবে বলে দাবা সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

খুশবুর ব্যক্তিগত জীবনে, তার বাবা মেহেদি কায়সার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। তবে গত কিছু বছর ধরে তার চাকরির অনিশ্চয়তা ও আর্থিক কষ্টের কারণে পরিবার অর্থনৈতিকভাবে কঠিন সময়ের মুখোমুখি হয়েছে। তার মা গৃহিণী এবং তারা দুই বোন। সমবয়সী অন্যরা যখন ডিজিটাল গেমসে মগ্ন থাকে। তখন খুশবু মগ্ন থাকেন দাবার ৬৪টি ঘরের বোর্ডের রাজা, মন্ত্রী, হাতি, ঘোড়া, সৈন্য ও সামন্ত নিয়ে। তিনি সাউথ পয়েন্ট স্কুলের ইংরেজি মাধ্যমের গ্রেড-৮ ছাত্রী।

মেয়ের এই অভাবনীয় সাফল্যে তার মা মুঠোফোনে বলেন, "আমি গর্বিত যে আমার মেয়ে নিজের দেশ এবং নিজেকে গৌরবিত করছে।" তিনি দেশবাসীর দোয়া কামনা করেন যেন খুশবু আরও প্রশিক্ষণ নিয়ে এই অর্জন ধরে রাখতে পারে। এবং ভবিষ্যতে WIM ও WGM খেতাব অর্জনের পথ সুগম হয়।

ওয়াসরিয়া খুশবুর এই সাফল্য শুধুমাত্র তার নিজস্ব নয়। এটি দেশের নারী ক্রীড়া এবং বিশেষ করে দাবা ক্ষেত্রে একটি অনুপ্রেরণার বাতিঘর। আশা করা যায়, তার মতো আরও তরুণী এই খাতে নিজেদের যোগ্যতা প্রমাণ করবে। এবং বাংলাদেশকে আন্তর্জাতিক মানচিত্রে উজ্জ্বল করবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.