× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হলেন আবদুল খালেক



২৬ আগস্ট ২০২৫, ২১:০২ পিএম । আপডেটঃ ২৬ আগস্ট ২০২৫, ২১:০৩ পিএম

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব মো: আবদুল খালেক। তাকে তিন বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার তার নিয়োগ চূড়ান্ত হয়।

আবদুল খালেক বিসিএস প্রশাসন ক্যাডারের ৮৪ তম ব্যাচের কর্মকর্তা। কর্মজীবনে তিনি ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এবং চাঁদপুর ও যশোরে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। বর্তমানে তিনি অফিসার্স ক্লাব ঢাকার ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।

খালেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি (অনার্স) এবং এলএলএম ডিগ্রি অর্জন করেন। তিনি বেলজিয়াম এর Antwerp ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি, যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটি, এডিনবরা থেকে ডিপ্লোমা, যুক্তরাজ্যের Bradford বিশ্ববিদ্যালয় থেকে Strengthening Program এ প্রশিক্ষণ নেন।

ব্যক্তিজীবনে তিনি ৩ সন্তানের জনক। খালেক নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি যুক্তরাস্ট্র, যুক্তরাজ্য, ইটালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, চিন, জাপানসহ পৃথিবীর বহু সংখ্যক দেশ ভ্রমণ করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.