সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি’র ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ২০২৫ সালের জুলাইভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) ফরিদপুরের আলীপুরে এসডিসি টাওয়ারে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
বিভাগীয় কার্যালয় ফরিদপুর আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম ও মহাব্যবস্থাপক সালামুন নেছা। সভাপতিত্ব করেন ব্যাংকের ফরিদপুর বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মো. আবুল হাসান।
এ সময় প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. কেতাব আলী মন্ডল ও মো. আবদুল মান্নান মিয়াসহ ফরিদপুর বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার, কর্পোরেট শাখার নির্বাহীসহ সকল শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।