× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোরআনের ভাষায় যারা সবচেয়ে বড় জালিম

ডেস্ক রিপোর্ট।

৩১ আগস্ট ২০২৫, ০৯:৪৯ এএম । আপডেটঃ ৩১ আগস্ট ২০২৫, ০৯:৫০ এএম

ছবি: সংগৃহীত।

কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা

সুরা : আনআম, আয়াত : ২০-২১

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে 

اَلَّذِیۡنَ اٰتَیۡنٰهُمُ الۡكِتٰبَ یَعۡرِفُوۡنَهٗ كَمَا یَعۡرِفُوۡنَ اَبۡنَآءَهُمۡ ۘ اَلَّذِیۡنَ خَسِرُوۡۤا اَنۡفُسَهُمۡ فَهُمۡ لَا یُؤۡمِنُوۡنَ ﴿۲۰﴾

وَ مَنۡ اَظۡلَمُ مِمَّنِ افۡتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا اَوۡ كَذَّبَ بِاٰیٰتِهٖ ؕ اِنَّهٗ لَا یُفۡلِحُ الظّٰلِمُوۡنَ ﴿۲۱﴾

সরল অনুবাদ

(২০) যাদেরকে আমি কিতাব (ঐশীগ্রন্থ) দিয়েছি, তারা তাকে সেইরূপ চেনে, যেরূপ তাদের সন্তানদেরকে চেনে। যারা নিজেদের ক্ষতি করেছে তারা বিশ্বাস করবে না।

(২১) আর যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তাঁর আয়াতসমূহকে মিথ্যাজ্ঞান করে, তার থেকে অধিক জালেম (অত্যাচারী) আর কে?  জালেমরা অবশ্যই সফলকাম হবে না। 

সংক্ষিপ্ত ব্যাখ্যা

সুরা আনআমের এই ২০ নং আয়াতে  يَعْرِفُوْنَهُ   তে সর্বনাম (তাকে) এর লক্ষ্যস্থল হল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ।

অর্থাৎ, কিতাবধারীরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ঐভাবেই চিনত, যেভাবে তারা তাদের ছেলেদেরকে চিনত। কারণ, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিদর্শনাবলী ও তাঁর পরিচয় তাদের কিতাবগুলোতে বর্ণনা করা হয়েছিল এবং এই নিদর্শনাবলীর কারণে তারা তাঁর অপেক্ষাতেও ছিল।

যাদের উপর কিতাব নাযিল করেছি তারা ভালভাবেই জানে যে, ইলাহ মাত্র একজনই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সত্য নবী ও রাসূল। (তাফসিরে তাবারী)

অনুরূপভাবে তারা এটাও ভাল করে জানে যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রিসালত, নবুওয়াত ও ওহীসহ যা নিয়ে এসেছেন তা সবই সত্য।

(তাফসিরে ইবনে কাসীর)

আয়াতের শেষাংশে বলা হয়েছে যে, এভাবে সত্য জানার পরও তাদের মধ্যে যারা ঈমান আনে না, তারা বড়ই ক্ষতির মধ্যে রয়েছে।

এর পর ২১ নং আয়াতে বলা হচ্ছে যে,  আল্লাহর উপর মিথ্যা আরোপকারী (অর্থাৎ, নবী হওয়ার মিথ্যা দাবীদার) সবচেয়ে বড় জালিম, অনুরূপ সে ব্যক্তিও বড় জালিম যে আল্লাহর নিদর্শনাবলী এবং তাঁর সত্য রাসুলকে মিথ্যা মনে করে। নবী হওয়ার মিথ্যা দাবীদারদের উপর এতো কঠোর হুমকি আসা সত্ত্বেও এটা বাস্তব যে, প্রত্যেক যুগে একাধিক ব্যক্তি নবী হওয়ার মিথ্যা দাবী উত্থাপন করেছে এবং এইভাবে নবী করীম (সা.)-এর ভবিষ্যদ্বাণীও বাস্তবে প্রমাণিত হয়েছে। তিনি বলেছিলেন, ‘‘ত্রিশজন মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে এবং তারা প্রত্যেকে দাবী করবে যে সে নবী।

’’ যার বাস্তবতা যুগে যুগে প্রমাণিত হয়েছে। আর এসব মিথ্যাদাবীদারকে কিছূ মানুষ বিশ্বাসও করেছে। 

কাজেই এই মিথ্যদাবীদার ও মিথ্যাদাবীকে বিশ্বাসকারী কেউ ই সফল হবে না।  আর এরাই সবচেয়ে বড় জালিম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.