× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভাদ্র পূর্ণিমায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

ডেস্ক রিপোর্ট

০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৭ এএম

ছবি:সংগৃহীত।

চাঁদ আজ সারাদিন কুম্ভ রাশিতে গোচর করবে। সূর্য এখন সিংহ রাশিতে অবস্থান করছে। পঞ্জিকা অনুসারে আজ রাত ১১টা ৩৮ মিনিট পর্যন্ত ভাদ্র পূর্ণিমা তিথি থাকবে। তারপর শুরু হবে কৃষ্ণা প্রতিপদ তিথি। আজ সুকর্ম যোগ ও ধৃতি যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ থাকবে শতভিষা নক্ষত্র ও পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। আজ রাতে হবে এই বছরের শেষ চন্দ্রগ্রহণ। গ্রহরাজের কৃপায় আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা জেনে নেওয়া যাক-

মেষ রাশি(২১ মার্চ-২০ এপ্রিল)

আজ পারিবারিক কোনও সিদ্ধান্ত ভুল হতে পারে। বড় বোন বা ভাইয়ের ক্ষতির আশঙ্কা রয়েছে। সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। আইনি কাজকর্মে বাধার সম্মুখীন হতে পারেন।

বৃষ রাশি(২১ এপ্রিল-২১ মে)

ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় চাহিদা অনুযায়ী যোগানের সমস্যা থাকবে। সৌখিন দ্রব্য কেনার কারণে খরচ হতে পারে। বাবা-মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। চুক্তিভিত্তিক কাজে আর্থিক ভাবে লাভবান হতে পারেন। নতুন ব্যবসায়িক উদ্যোগ শুরু করতে পারেন।

মিথুন রাশি(২২ মে-২১ জুন)

সতর্কতার সঙ্গে আর্থিক লেনদেন না করলে আর্থিক অপচয়ের সম্ভাবনা রয়েছে। পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন। বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। শরীরে আঘাত পেতে পারেন। বিয়ের কথা এগোতে পারে। নিকট আত্মীয়ের দুঃসংবাদ পেতে পারেন। নতুন অর্থলগ্নির সুযোগ পেতে পারেন।

কর্কট রাশি(২২ জুন-২২ জুলাই)

কথাবার্তায় লাগাম দিন, নাহলে শত্রুতা বাড়তে পারে। ছোটখাটো ভ্রমণের সম্ভাবনা রয়েছে। জলবাহিত রোগে কাবু হতে পারেন। পরিচিত ব্যক্তিকে অর্থ সাহায্য করলে সমস্যায় পড়তে পারেন। গুপ্তবিদ্যার প্রতি মন আকৃষ্ট হবে।

সিংহ রাশি(২৩ জুলাই-২৩ আগস্ট)

ন্যায্য প্রাপ্তিতে বঞ্চিত হওয়ায় অবসাদ বাড়বে। দাম্পত্যে মতভেদ বাড়তে পারে। ব্যবসায় অংশীদারের থেকে প্রতারিত হতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়ে আজ সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে। প্রতিযোগিতামূলক কাজ এড়িয়ে চলাই ভালো।

কন্যা রাশি(২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

আজ আপনার সরলতার সুযোগ নিয়ে কেউ ঠকাতে পারে। নতুন চাকরি পেতে বাধার মুখে পড়তে পারেন। জ্ঞাতিশত্রুতা বাড়তে পারে। বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। উচ্চশিক্ষায় বাধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। রোগভোগের প্রাদুর্ভাব বাড়তে পারে।

তুলা রাশি(২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

আজ মানসিক অবসাদ আসতে পারে। জল থেকে সাবধান থাকুন। পারিবারিক কোনও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। ঋণ সংক্রান্ত জটিলতা এড়িয়ে চলুন। সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়বে।

বৃশ্চিক রাশি(২৪ অক্টোবর-২২ নভেম্বর)

কাছের বন্ধুর থেকে সমস্যা আসতে পারে। হজমের গোলযোগ বাড়তে পারে। ব্যবসায় অসর্তকতার জন্য লোকসান হতে পারে। আজ সুদূরপ্রসারী কোনও পরিকল্পনা গ্রহণ করতে পারেন। শত্রুবৃদ্ধির সম্ভাবনা প্রবল। মায়ের শরীর-স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে।

ধনু রাশি(২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

চিকিৎসা সংক্রান্ত কারণে আজ অর্থ ব্যয় হতে পারে। বিদেশ যাত্রায় বিপদের আশঙ্কা আছে। নতুন কোনও পরিকল্পনা করে ব্যবসায়িক হাল ফেরাতে সচেষ্ট হবেন। ছোট ভাই বা বোনের বিপদের আশঙ্কা রয়েছে। নির্ভরযোগ্য কর্মস্থানে কাজের সুযোগ পেতে পারেন।

মকর রাশি(২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

অবিবাহিতদের বিয়ের কথা এগোতে পারে। যৌথ ব্যবসায় মুনাফা বাড়বে। নিকট বন্ধুর থেকে কোনও উপকার পেতে পারেন। নিজের শরীরের প্রতি যত্নবান থাকুন। নিকট আত্মীয়কে বিশ্বাস করে গোপন কথা জানালে সমস্যায় পড়তে পারেন। গলার সমস্যায় কষ্ট পেতে পারেন।

কুম্ভ রাশি(২১ জানুয়ারি-১৯ ফেব্রুয়ারি)

চন্দ্রগ্রহণের প্রভাবে সব কাজে বাধা পাবেন কুম্ভ রাশির জাতকরা। নতুন কোনও উদ্যোগ শুরু না করাই শ্রেয়। দাম্পত্যে অশান্তি বাড়তে পারে। আচমকা আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। সুনামহানি হতে পারে। মানসিক উদ্বেগ বাড়বে। জমানো টাকা চিকিৎসার কারণে ব্যয় হতে পারে।

মীন রাশি(২০ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আজ আয় বৃদ্ধির সঙ্গে খরচও বাড়বে। শত্রুতার কারণে সমস্যায় পড়তে পারেন। পিতৃস্থানীয় গুরুজনের স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠা বাড়বে। কর্মক্ষেত্রে বদলি হওয়ার যোগ আছে। ব্যবসায় কাজের অগ্রগতি হবে। অর্থ উপার্জনে বাধা আসতে পারে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.