প্রাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক ড. কাজী দীন মোহাম্মদ খসরুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ‘কম্পিউটার ক্লাবের’ সদস্যরা। এ সময় তারা ক্লাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) সিএসই বিভাগের 'কম্পিউটার ক্লাবের সভাপতি মো. ফারুক হোসেন ইমরান, সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, ক্লাবের সব সদস্য, কম্পিউটার ক্লাবের আহ্বায়ক সহকারী অধ্যাপক মো. আব্দুর রহিম, কম্পিউটার ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মমতাজ বেগম মোমো এবং উপদেষ্টা প্রভাষক মো. আতিকুর রহমান উপাচার্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
সিএসই বিভাগের প্রধান কর্নেল মো. শিহাবুল ইসলাম (অব.) এবং বিভাগের সব অনুষদ সদস্যরাও এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কম্পিউটার ক্লাবের পক্ষ থেকে সদস্যরা তাদের দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন যে উপাচার্য অধ্যাপক ড. কাজী দীন মোহাম্মদ খসরুর দূরদর্শী নেতৃত্বে, প্রাইম বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যতের জন্য একাডেমিক উৎকর্ষতা এবং প্রযুক্তিগত অগ্রগতির এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।