× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রাইম ইউনিভার্সিটির নতুন ভিসি অধ্যাপক ড. কাজী দীন মোহাম্মদ খসরু

০৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৪ পিএম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক প্রাইম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয়েল (বুয়েট) ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. কাজী দীন মোহাম্মদ খসরু।

গত বুধবার (৩ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। প্রাইম ইউনিভার্সিটির বোর্ড রুমে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আনোয়ার কামাল পাশা, বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. কাজী দীন মোহাম্মদ খসরু একজন আন্তর্জাতিক মানের শিক্ষাবিদ ও গবেষক। তিনি ভারতের আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে এমএসসি ডিগ্রি এবং জাপানের ওসাকা ইউনিভার্সিটি থেকে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেছেন। কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

অধ্যাপক ড. কাজী দীন মোহাম্মদ খসরু ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য গবেষণা কার্যক্রম পরিচালনা করেছেন। তার এই গভীর জ্ঞান ও অভিজ্ঞতা প্রাইম ইউনিভার্সিটির শিক্ষা ও গবেষণার মানকে আরও উন্নত করবে। তার দূরদর্শী নেতৃত্ব প্রাইম ইউনিভার্সিটিকে উচ্চশিক্ষার জগতে একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত করবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.