উপকারী উদ্ভিদ বিষয়ক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর উম্মে কুলসুম পপি ও তার টিম হামদর্দ আধুনিক কারখানা, মেঘনা ও হামদর্দ বিশ্ববিদ্যালয়, গজারিয়া মুন্সিগঞ্জে বিস্তীর্ণ হার্বস গার্ডেন পরিদর্শন ও বিভিন্ন কনটেন্ট তৈরি করেন। হামদর্দ আধুনিক কারখানা সংলগ্ন বিশাল এলাকা জুড়ে বিস্তীর্ণ হার্বস গার্ডেন দেখে অভিভূত হন পপি।
একই আঙ্গিনায় শত শত প্রজাতির দুর্লভ ওষুধি গাছ-পালা দেখে তিনি এখানে নিয়মিত আসার আগ্রহ প্রকাশ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিভিন্ন ওষুধি গাছের গুণাগুন ও হামদর্দের কোন ওষুধে কি গাছের উপাদান রয়েছে এর বিস্তারিত জানতে চান। তারা উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল সেকশনের কার্যক্রম দেখে উচ্ছাস প্রকাশ করেন।
পপি বলেন, ইউনানী আয়ুর্বেদিক ওষুধ এতো কোয়ালিটি মেনটেইন করে উৎপাদন হয় এটা সাধারণ মানুষকে অবহিত করা দরকার। পপি এর পর হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ঘুরে দেখেন। সেখানে ত্রিমাত্রিক সেবা (ইউনানী, আয়ুর্বেদিক ও অ্যালোপ্যাথি) সম্বলিত হামদর্দ জেনারেল হাসপাতাল ও হার্বস গার্ডেন ঘুরে দেখেন।