× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হামদর্দের কামরুন নাহার হারুনের সাথে কনটেন্ট ক্রিয়েটর উম্মে কুলসুম পপি’র সৌজন্য সাক্ষাৎ

১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৮ পিএম

দেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন উপকারী উদ্ভিদ, ফল-মূল নিয়ে তথ্যবহুল কনটেন্ট তৈরি করে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন উম্মে কুলসুম পপি। রংপুরের প্রত্যন্ত এলাকায় বসবাস করে দেশ-বিদেশে সব শ্রেণী পেশার মানুষের কাছে তিনি ওষুধি উদ্ভিদ ও গাছ-পালা নিয়ে তথ্য ছড়িয়ে দিয়ে আগ্রহ তৈরি করতে সক্ষম হয়েছেন। পপি ও তার স্বামী আবু সাঈদ আল সাগর আজ হামদর্দ প্রধান কার্যালয়ে এসে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর সিনিয়র পরিচালক সেলস অ্যান্ড মার্কেটিং এবং  পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক হাকীম কামরুন নাহার হারুনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

উম্মে কুলসুম পপি ইউনানী ও আয়ুর্বেদিক সেক্টরে হামদর্দের অসামান্য অবদান এবং হামদর্দ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার নানামুখী উদ্যোগের প্রশংসা করেন।

তারা হামদর্দ-এর বিস্তীর্ণ হার্বস গার্ডেন নিয়ে উচ্ছাস প্রকাশ করেন। শীঘ্রই হামদর্দ ‘আম্রপালি শরবত’ নিয়ে আসছে জেনে তারা এটিকে সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ উদ্যোগ মনে করেন এবং এর সাথে যুক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন।

তারা স্বাস্থ্য শিক্ষা খাতে হামদর্দ এর ক্রমবর্ধমান কার্যক্রম তুলে ধরার প্রয়োজনীয়তা অনুভব করেন। অধ্যাপক হাকীম কামরুন নাহার হারুন এ সময় নিজের লেখা ‘ভেষজ ওধুধের মূল্যায়ন, গুণগতমান নিয়ন্ত্রণ, নিশ্চিতকরণ ও প্রমিতকরণ’  এবং Monographs on Selected  medicinal Plants of Bangladesh  বই দুইটি উপহার প্রদান করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.