আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন (এমএমসি) বিভাগ ‘ফ্যাক্টস অ্যান্ড ফিকশনস: বিল্ডিং এ ক্যারিয়ার ইন দ্য স্টোরিটেলিং এইজ’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত ৭ সেপ্টেম্বর (রবিবার) এআইইউবির মিডিয়া স্টুডিওতে অনুষ্ঠিত এ আলোচনা অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যানিমেশন মনস্টার স্টুডিওর ভিজ্যুয়ালাইজার ও এআই বিশেষজ্ঞ শায়লা শিকদার রিয়া, বিবিসি নিউজ বাংলার সাংবাদিক মরিয়ম সুলতানা এবং ইটিভির মাল্টিমিডিয়া সাংবাদিক সামিউল ইসলাম জয়। তিনজনই এআইইউবির এমএমসি বিভাগের সাবেক শিক্ষার্থী।
মরিয়ম সুলতানা তার স্বপ্নপূরণের অনুপ্রেরণাদায়ক গল্প তুলে ধরেন, যেখানে তিনি কীভাবে বিবিসির সাংবাদিক হওয়ার লক্ষ্য অর্জন করেছেন তা শেয়ার করেন। তিনি বর্তমান শিক্ষার্থীদের বিভিন্ন সফটওয়্যার শেখার ওপর গুরুত্বারোপ করেন এবং উল্লেখ করেন যে সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে সংবাদ পরিবেশনের ধরনে ব্যাপক পরিবর্তন এসেছে। শায়লা শিকদার রিয়া শিক্ষার্থীদের অ্যানিমেশন খাতে সফল হতে দক্ষতা অর্জনের পরামর্শ দেন। একই সঙ্গে তিনি অতিরিক্ত এআইনির্ভরতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, এতে তরুণ শিল্পীদের কল্পনা ও সৃজনশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
সামিউল ইসলাম জয় শিক্ষার্থীদের ক্লাসের কার্যক্রম ও অ্যাসাইনমেন্ট অবহেলা না করার পরামর্শ দেন। নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, এআইইউবিতে পড়াশোনার সময় তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান সমন্বয়ের ফলে পেশাগত জীবনে তুলনামূলকভাবে কম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমএমসি বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা সোমা। স্বাগত বক্তব্য দেন একই বিভাগের প্রভাষক রানি এলেন ভি রামোস। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে, যেখানে বিভিন্ন বিভাগের শিক্ষক, বর্তমান শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা মতবিনিময় করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শাহীন আখতার, এমএমসি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নিয়াজ মজুমদার ও সহকারী অধ্যাপক নাসরিন আখতার।