× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এপেক্স অ্যাওয়ার্ডসে এমিরেটসের দ্বৈত স্বীকৃতি

১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৩ পিএম

এমিরেটস এয়ারলাইন অচঊঢ সেরা বিনোদন পুরষ্কার ২০২৬ এবং অচঊঢ ওয়ার্ড ক্লাস ২০২৬ পুরষ্কার লাভ করেছে। ক্যালিফোর্নিয়ার লং বিচে অনুষ্ঠিত APEX/IFSA  গ্লোবাল এক্সপো চলাকালীন আয়োজিত জমকালো অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।

প্রথম পুরস্কারটি এমিরেটসকে তাদের ইনফ্লাইট বিনোদন ব্যবস্থা ice–এর জন্য প্রদান করা হয়েছে  এবং  দ্বিতীয়টি  দেয়া হয়েছে গ্রাহক অভিজ্ঞতা ও ব্র্যান্ডের সামগ্রিক উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ।

বিশ্বব্যাপী ৬০০-রও বেশি এয়ারলাইনের এক মিলিয়নেরও বেশি ভেরিফাইড যাত্রীর ভোটে এই পুরষ্কার প্রদান করা হয়েছে।

এমিরেটস রপব বহুদিন ধরে আকাশে বিশ্বের সবচেয়ে বড় মিডিয়া লাইব্রেরি হিসেবে পরিচিত, যেখানে যাত্রীরা পাচ্ছেন ৬,৫০০-এরও বেশি চ্যানেলের বহুমুখী বিনোদন ও তথ্য।

২০২১ সালে প্রবর্তনের পর থেকে এই নিয়ে  টানা ছয় বছর এমিরেটস অর্জন করেছে APEX ওয়ার্ড ক্লাস পুরষ্কার লাভ করলো।  নিরাপত্তা, যাত্রী কল্যাণ, টেকসই কার্যক্রম, সেবা ও আতিথেয়তা, খাবার ও পানীয়, ব্র্যান্ডের ইন্টিগ্রিটি, ব্যক্তিকেন্দ্রিক সেবা , আরামপ্রদতা, কানেক্টিভিটি বিভিন্ন বিষয়ে বিবেচনায় এমিরেটসকে এই পুরষ্কার দেয়া হয়েছে। এটি একটি  মর্যাদাপূর্ণস্বীকৃতি যা এভিয়েশন শিল্পেপেশাদারদের দ্বারা  বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে নিরীক্ষার পর প্রদান করা হয়ে থাকে।

এর আগে এমিরেটস দি টেলিগ্রাফ ট্রাভেল এওয়ার্ডস ২০২৫-এ ‘সেরা দুরপাল্লার এয়ারলাইন হিসেবে পুরস্কৃত হয়। এছাড়া, YouGov ‘২০২৫ সালের সর্বাধিক সুপারিশকৃত বৈশ্বিক ব্র্যান্ড’ হিসেবে স্বীকৃতি প্রদান করে। শীর্ষ ১০ সুপারিশকৃত ব্রান্ডের তালিকায় এমিরেটস ছিল একমাত্র এয়ারলাইন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.