ছবি: সংগৃহীত।
ইসলাম মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে পূর্ণাঙ্গ আদর্শের পথ দেখায়, যা আল্লাহ তাআলা পবিত্র কোরআন ও সুন্নাহর মাধ্যমে সুস্পষ্ট করে দিয়েছেন। মুমিনদের জন্য উত্তম চরিত্র ও গুণাবলীর অধিকারী হওয়ার পাশাপাশি সকল পরিস্থিতিতে রাসুল (স.)-এর জীবনাদর্শ অনুসরণ করা অপরিহার্য। এটিই ইসলামের পরিপূর্ণ সৌন্দর্য, যা মানবতাকে সঠিক পথে পরিচালিত করে।
আদর্শের মূল ভিত্তি
আরবিতে আদর্শ বোঝাতে ‘উসওয়াহ’ ও ‘কিদওয়াহ’ শব্দ দুটি ব্যবহার করা হয়। ইমাম কুরতুবি (রহ.) এর ব্যাখ্যা অনুযায়ী, ‘আদর্শ হলো এমন বিষয়, যা মানুষ সব কাজে ও সবসময় অনুসরণ করে থাকে।’ (তাফসিরে কুরতুবি)। আর এই আদর্শের সবচেয়ে বড় উৎস হলেন মহানবী হজরত মুহাম্মদ (স.)। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।’ (সুরা আহজাব: ২১)
নবী-রাসুলগণ মানবজাতীর আদর্শ
নবী-রাসুলগণ (আ.) মানবজাতির শ্রেষ্ঠ সন্তান এবং তাঁরা সকল মানুষের জন্য আদর্শ। আল্লাহ তাআলা বলেন- ‘তাদেরকেই আল্লাহ সৎপথে পরিচালিত করেছেন, সুতরাং আপনি তাদের পথের অনুসরণ করুন।’ (সুরা আনআম: ৯০)
মহানবী (স.) সর্বোত্তম আদর্শ
রাসুলুল্লাহ (স.)-এর আনুগত্য করা ঈমানের অপরিহার্য অংশ। আল্লাহ তাআলা বলেন- ‘বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, আল্লাহও তোমাদেরকে ভালোবাসবেন।’ (সুরা আলে ইমরান: ৩১) ‘যে রাসুলের আনুগত্য করল সে আল্লাহরই আনুগত্য করল।’ (সুরা নিসা: ৮০)
রাসুল (স.)-এর প্রতি প্রকৃত ভালোবাসা ও আনুগত্যই আমাদের পরিপূর্ণ মুমিন হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে। আল্লাহ তাআলা বলেন- ‘আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো।’ (সুরা নুর: ৫৪) রাসুলুল্লাহ (স.) বলেছেন- ‘যে আমার আনুগত্য করল সে আল্লাহরই আনুগত্য করল এবং যে আমার অবাধ্য হলো সে আল্লাহরই অবাধ্য হলো।’ (সহিহ বুখারি: ৭১৩৭)
রাসুলের আনুগত্যের পুরস্কার
যারা আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করে, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আল্লাহ তাআলা বলেন- ‘যারা আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে ও তাঁর অবাধ্যতা থেকে সাবধান থাকে তারাই সফলকাম।’ (সুরা নূর: ৫২)
রাসুল (স.)-এর প্রতি আমাদের ভালোবাসা কতটা গভীর হওয়া উচিত সে সম্পর্কে প্রিয়নবীজি বলেন- ‘তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, তার সন্তান ও সব মানুষের চেয়ে বেশি প্রিয়পাত্র হবো।’ (সহিহ বুখারি: ১৫)
সতর্কতা: বিদআত ও অন্ধ অনুকরণ থেকে দূরে থাকা
মুসলিমদেরকে অবশ্যই সব ধরনের বিদআত (ধর্মীয় বিষয়ে নতুন উদ্ভাবন) এবং অন্ধ অনুকরণ থেকে সতর্ক থাকতে হবে। কারণ রাসুল (স.) বলেছেন- ‘প্রত্যেক নতুন বিষয়ই বিদআত, আর প্রত্যেক বিদআতই পথভ্রষ্টতা।’ (সুনান নাসাঈ: ১৫৭৮) রাসুল (স.) আরও বলেছেন- ‘যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করবে, সে তাদেরই দলভুক্ত হবে।’ (সুনান আবু দাউদ: ৪০৩১)
মোটকথা, ইসলাম যে পূর্ণাঙ্গ জীবনাদর্শ দিয়েছে তার মূল ভিত্তি হলো কোরআন ও রাসুল (স.)-এর সুন্নাহ। আমাদের দায়িত্ব হলো এই খাঁটি আদর্শকে আঁকড়ে ধরে জীবন গড়ে তোলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাঁর পথে চলার ও বিশ্বনবী (স.)-এর আদর্শ অনুসরণের তাওফিক দান করুন। আমিন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh