× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফল সেমিস্টার ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩০ পিএম

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ফল সেমিস্টার-২০২৫ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। প্রতি সেমিস্টারে আয়োজিত এই ওরিয়েন্টেশনের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি ও একাডেমিক পরিবেশ সম্পর্কে পরিচিত হওয়ার সুযোগ পায়।ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ৩৫ জন শিক্ষার্থীকে শতভাগ মেধাবৃত্তিসহ মোট ৯৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন হারে বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান জনাব আজিজ আল কায়সার, এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জনাব বেনজীর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।

পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর নর্থ সাউথ ইউনিভার্সিটির উপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন এনএসইউ রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন।

স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম; স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন; স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র, এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক একেএম ওয়ারেসুল করিম শিক্ষার্থীদের কাছে নিজ নিজ স্কুলের পরিচয় তুলে ধরেন।

প্রধান অতিথি ড. মো. মোখলেস উর রহমান বলেন, “মাত্র একত্রিশ বছরের মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশের উচ্চশিক্ষার অঙ্গনে যে অবস্থান তৈরি করেছে, তা সত্যিই অভূতপূর্ব। এই স্বল্প সময়ে এনএসইউ প্রমাণ করেছে যে, মানসম্মত শিক্ষা, গবেষণা ও আধুনিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সম্ভব। তবে এখানে থেমে থাকলে চলবে না।

আমাদের আরও অগ্রসর হতে হবে, তাই এমফিল ও পিএইচডি প্রোগ্রাম চালু করা এখন সময়ের দাবি। এই উদ্যোগ উচ্চশিক্ষা ও গবেষণায় এনএসইউ-কে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।”

বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান জনাব আজিজ আল কায়সার বলেন, “এনএসইউ বিশ্বমানের শিক্ষা প্রদানের প্রতিশ্রুতিবদ্ধ, যা শিক্ষার্থীদের বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত করে। এনএসইউতে আমরা জ্ঞানার্জনের পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের ভালো মানুষ হতে উদ্বুদ্ধ করি। এ কারণেই বিশ্ববিদ্যালয়টি দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে তার খ্যাতি বজায় রেখেছে।”

জনাব বেনজীর আহমেদ বলেন, “মানুষ তাঁর পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমরা এনএসইউ’র প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের জন্য একটি গঠনমূলক ভালো পরিবেশ দিতে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। আমাদের সেই স্বপ্নের পরিধি আরও বড় করতে আমরা পূর্বাচলে শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থাসহ নতুন ক্যাম্পাস তৈরিতে হাত দিয়েছি।”

উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, “নতুন শিক্ষার্থীদের অভিনন্দন জানাচ্ছি। ভর্তি পরীক্ষায় সফল হয়ে তোমরা তোমাদের যোগ্যতা প্রমাণ করেছ। আমরা গর্বিত যে দেশের সবচেয়ে যোগ্য শিক্ষকমন্ডলী এনএসইউতে পাঠদান করেন। এনএসইউতে আমরা বৈশ্বিকভাবে স্বীকৃত পাঠ্যক্রম এবং আধুনিক শিক্ষাদান পদ্ধতি অবলম্বন করি, যাতে আমাদের শিক্ষার্থীরা দেশের জন্য মূল্যবান মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে পারে, এবং ভবিষ্যতের বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে।”

এনএসইউ কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, “আমরা চাই তোমরা ক্যারিয়ারে সফল হওয়ার পাশাপাশি সমাজ এবং দেশের জন্য অর্থবহ অবদান রাখবে। কেবল শিক্ষাজীবনের অর্জন নয়, সমাজে তোমরা কতোটা ইতিবাচক পরিবর্তন আনছো, তার মধ্য দিয়েও তোমাদের সফলতা নির্ভর করবে।”

নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনের (এনএসইউএসএস) মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.