× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এআইইউবিতে বিজ্ঞাপন শিল্পে ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৬ পিএম

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন (এমএমসি) বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজ্ঞাপন শিল্পে ক্যারিয়ার গড়ার উপর একটি গুরুত্বপূর্ণ সেমিনার। বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত এই সেমিনারের শিরোনাম ছিল— ‘Career in Advertising Industry in Bangladesh: Skills that Get You Hired’

সেমিনারের মূল বক্তা ছিলেন ভিজ্যুয়াল কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিজ্ঞাপন বিশেষজ্ঞ জনাব এ. এস. এম. মারুফ কবির। তিনি বিজ্ঞাপন খাতে সফল ক্যারিয়ার গড়তে প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা— যেমন সৃজনশীলতা, অভিযোজনক্ষমতা, কৌশলগত পরিকল্পনা, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং দর্শক-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি— নিয়ে আলোকপাত করেন।

বক্তব্যে মারুফ কবির বলেন, ‘বিজ্ঞাপন শুধু একটি পণ্যের প্রচার নয়, এটি সংস্কৃতি, মূল্যবোধ ও ভোক্তার আচরণকে প্রভাবিত করার একটি শিল্প।’

তিনি আরও বলেন, আধুনিক বিজ্ঞাপন জগতে কনজ্যুমার সাইকোলজি, অডিয়েন্স সেগমেন্টেশন, ATL ও BTL বিজ্ঞাপন কৌশল, সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল প্ল্যাটফর্মের গুরুত্ব ক্রমেই বাড়ছে। সেই সঙ্গে বিজ্ঞাপনী কৌশলে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহারের দিকেও শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. তাজুল ইসলাম, এমএমসি বিভাগের উপদেষ্টা ড. এজেএম শফিউল আলম ভূঁইয়া এবং বিভাগীয় প্রধান মিস রানি এলেন ভি. রামোস। এছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.