শরি‘আহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. নবনিযুক্ত ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও) দের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করেছে। ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে জনাব মোঃ হাবিবুর রহমান প্রতিষ্ঠানের সার্বিক প্রবৃদ্ধি নিশ্চিতকল্পে মেধা ও নিষ্ঠাকে কাজে লাগিয়ে আত্বনিয়োগের জন্য নতুনদের প্রতি আহবান জানান এবং সকল ক্ষেত্রে শরি‘আহ্ পরিপালনের উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান, কোম্পানি সেক্রেটারি মোঃ মিজানুর রহমান এফসিএস, মানবসম্পদ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মনসুর আহমেদ এবং স্ট্যান্ডার্ড ব্যাংক লার্নিং সেন্টারের অধ্যক্ষ মোঃ রফিকুর রহমান।