এক অনন্য রেকর্ডের অংশীদার হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সারা পৃথিবীর সহস্রাধিক এয়ারলাইন্সকে সহযোগিতা দিয়ে আসছে কয়েক লক্ষাধিক ট্রাভেল এজেন্ট। এয়ারলাইন্সগুলো নানা সময়ে ট্রাভেল এজেন্টদের নিয়ে বিভিন্ন ধরনের সামিট করে থাকে। কিন্তু বিশ্বে নির্দিষ্ট একটি এয়ারলাইন্স নির্দিষ্ট একটি দেশ থেকে অন্য কোনো দেশে ৩০০ এর অধিক ট্রাভেল এজেন্টদের নিয়ে কোন সম্মেলন কিংবা সামিট করার কোন নজির নেই। ইউএস-বাংলা এয়ারলাইন্স সেই নজির স্থাপন করেছে।
গত ১৯ থেকে ২১ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে ৩০০ এর অধিক ট্রাভেল এজেন্টদের নিয়ে মালদ্বীপের ক্রসরোড আইল্যান্ডের সাই লেগুন ও হার্ড রকে তিনদিনব্যাপী ‘পার্টনার রিট্রিট মালদ্বীপ-২০২৫’ আয়োজন করেছে। যা বিশ্বে একটি রেকর্ড স্থাপন করেছে।
বাংলাদেশের রাজধানী ঢাকা, বন্দর নগরী চট্টগ্রাম, চায়ের দেশ খ্যাত সিলেট, পর্যটন নগরী কক্সবাজারসহ সারা দেশ থেকে ট্রাভেল এজেন্টদের নিয়ে এক ঐতিহাসিক মিলনমেলার আয়োজন করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ১৯ সেপ্টেম্বর দু’টি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে অতিথিদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের রাজধানী মালের ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে।
তিনদিনব্যাপী ‘পার্টনার রিট্রিট মালদ্বীপ ২০২৫’ আয়োজনের দ্বিতীয় দিনে সাই লেগুন কনভেনশন হলে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে এজেন্টগুলোর মধ্যে পারফরমেন্স এর ভিত্তিতে ৪০টি ট্রাভেল এজেন্টদেরকে পুরস্কৃত করেছে এবং ও কাজের স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেট প্রদান করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল- মামুন, ট্রাাভেল বিষয়ক পত্রিকা দি বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, ইউএস-বাংলার হেড অব সেলস এন্ড মার্কেটিং শফিকুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউএস-বাংলা এয়ারলান্সের জেনারেল ম্যানেজার- জনসংযোগ মোঃ কামরুল ইসলাম।
মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন অনুষ্ঠানে অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন “এয়ারলাইন্সটি ২০১৪ সালের ১৭ জুলাই যাত্রা শুরু হওয়ার পর গত ১১টি বছর যেভাবে বাংলাদেশের ট্রাভেল পার্টনাররা ইউএস-বাংলার পাশে ছিলেন ভবিষ্যতেও পাশে থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে বিশ্ব এভিয়েশনে নেতৃত্ব দিতে সহায়তা করবেন- এই আশাবাদ ব্যক্ত করেন “ । তিনি আরো বলেন “আজ ইউএস-বাংলা দেশের সকল অভ্যন্তরীণ রুটসহ এশিয়ার ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া বিমান বহরে ৪৩৬ আসনের দু’টি এয়ারবাস ৩৩০-৩০০সহ মোট ২৪টি এয়ারক্রাফট রয়েছে। খুব শীঘ্রই বিমানবহরে আরো একটি এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট যোগ হতে যাচ্ছে। এবং যাত্রীদের চাহিদা অনুযায়ী সৌদি আরবের জেদ্দা, রিয়াদের পর মদিনা ও দাম্মাম রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।”
এছাড়া তিনি আরো বলেন “খুব শীঘ্রই আন্তর্জাতিক রুটকে আরো সুরক্ষিত করার জন্য বহরে ২০টি নতুন এয়ারক্রাফট যোগ করার প্রায় চূড়ান্ত পরিকল্পনা নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। নিজেদের সক্ষতা বৃদ্ধি করার জন্য এয়ারক্রাফট বৃদ্ধি করার পূর্বে নিজেদের অর্থায়রনে দেশের মেধাবীদের মধ্য থেকে প্রতি বছর ৩০ জন পাইলট ও ৩০ জন ইঞ্জিনিয়ার তৈরী করার প্রক্রিয়া চলমান রেখেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।”
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, ইউএস-বাংলার হেড অব সেলস এন্ড মার্কেটিং এর শফিকুল ইসলাম, ঢাকা রিজিয়ন থেকে আবুল খায়ের, চট্টগ্রাম থেকে মোহাম্মদ আবু জাফর, সিলেট থেকে জহিরুল কবির চৌধুরী, রাজশাহী থেকে আকবর আলী, সৈয়দপুর থেকে জহুরুল ইসলাম, যশোর থেকে সাইদুল হক বাপ্পি ও কক্সবাজার থেকে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
পুরষ্কারপ্রাপ্তদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে হাজী এয়ার ট্রাভেলস লিমিটেড, দ্বিতীয় শেয়ার ট্রিপ লিমিটেড এবং তৃতীয় গোযায়ান লিমিটেড। অংশগ্রহনকারী সকল ট্রাভেল পার্টনাররা বিগত দিনের মতো ভবিষ্যতেও ইউএস-বাংলার সাথে থেকে বাংলাদেশের এভিয়েশন এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিশেষে ইউএস-বাংলা এয়ারলাইন্সের আয়োজন ২১ সেপ্টেম্বর ২০২৫ একটি সফল সামিট সমাপ্ত ঘোষনা করার পূর্বে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার দৃঢ় অভিব্যক্তি প্রকাশ করেন ইউএস-বাংলা কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh