× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুর্গাপূজায় ব্র্যাক ব্যাংক কার্ডে পাওয়া যাচ্ছেসর্বোচ্চ ৫৫% ডিসকাউন্ট

২২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৮ পিএম

দুর্গাপূজার আনন্দকে আরও এক ধাপ বাড়িয়ে দিতে ডাইনিং, লাইফস্টাইল, ট্রাভেল, সুইটস, জুয়েলারি, ইলেকট্রনিকস এবং অনলাইন শপিংয়ে ব্র্যাক ব্যাংক দিচ্ছে দারুণ সব অফার।

এই পূজায় ব্র্যাক ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডাররা উপভোগ করবেন সর্বোচ্চ ৫৫% পর্যন্ত ছাড়। সাথে থাকছেরিওয়ার্ড পয়েন্ট, ক্যাশব্যাক,‘বাই ওয়ান, গেট আপ টু থ্রি’ অফারসহ আরও অনেক সুবিধা। দেশজুড়ে ৩০০টিরও বেশি পার্টনার আউটলেটে উপভোগ করা যাবে এসব অফার।

লাইফস্টাইল ও ফ্যাশন

ব্র্যাক ব্যাংক কার্ডহোল্ডাররা পোশাক, জুতা, অ্যাক্সেসরিজ, বিউটি ও স্যালন সার্ভিসে উপভোগ করবেন সর্বোচ্চ ৩০% পর্যন্ত ডিসকাউন্ট। এই সুবিধা পাওয়া যাবেঅ্যাস্টোরিয়ন,বিগ বস, বায়ো-জিন কসমেটিকস, বিশ্বরঙ, জে.কে. ফরেন ব্র্যান্ড, কে ক্র্যাফট, কেনশো, এমব্রেলা, মেনজ ক্লাব, পারফিউম ওয়ার্ল্ড, প্রেম’স কালেকশনস, সাদা কালো, সারা লাইফস্টাইল, স্পার্ক গিয়ার, ওম্যান’স ওয়ার্ল্ডসহ ১০০টিরও বেশি পার্টনার আউটলেটে।

০% ইন্টারেস্টে ইএমআই সুবিধা

ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডহোল্ডাররা ০% পে-ফ্লেক্স ইএমআই সুবিধায় সর্বোচ্চ ২৪ মাসের কিস্তিতে ইলেকট্রনিকস, হোম অ্যাপ্লায়েন্স, ফার্নিচার ও অটোমোবাইল ক্রয় করতে পারবেন। এই অফার পাওয়া যাবে ৩০টিরও বেশি মার্চেন্ট আউটলেটে, যেখানে রয়েছে এসিআই মোটরস, বেস্ট বাই, বাটারফ্লাই মার্কেটিং, ব্রাদার্স ফার্নিচার, দারাজ, গ্যাজেট অ্যান্ড গিয়ার, হায়ার বাংলাদেশ, হাতিল ফার্নিচার, হাই-টেক ফার্নিচার, এম.কে ইলেকট্রনিকস, নাদিয়া ফার্নিচার, অপ্পো, পিকাবু, র্যাং স ইলেকট্রনিকস, রানার, রায়ানস কম্পিউটার্স, সিঙ্গার বাংলাদেশ, সনি স্মার্ট, স্টার টেক, সুজুকি, টাইম জোন, ট্রান্সকম ডিজিটাল, ভিভো, ওয়ালটনসহ আরও অনেক আউটলেট।


ট্রাভেল অ্যান্ড স্টে

ব্র্যাক ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডাররা ড্রিমস স্কয়ার, সারা রিসোর্ট, ফোর্টিস ডাউনটাউন, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, ওশেন প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট, লং বিচ হোটেল, শয়ন রিসোর্ট, মোমো ইন, দেরা রিসোর্ট অ্যান্ড স্পা, ছুটি রিসোর্ট, প্রসাদ প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্টস, সি কক্স রিসোর্টসহ দেশের জনপ্রিয় সব রিসোর্টে সর্বোচ্চ ৫৫% ডিসকাউন্টে থাকতে পারবেন।

এছাড়াও, এয়ার অ্যাস্ট্রা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স বেস প্রাইসে পাবেন ১০% ছাড়।

জুয়েলারি

ব্র্যাক ব্যাংক কার্ডহোল্ডাররা দেশেরপ্রায় ৩০টি স্বনামধন্য জুয়েলারি শপে সর্বোচ্চ ৩৫%পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করবেন, যেখানে রয়েছেআমিষী, আমিন জুয়েলার্স, আপন জুয়েলার্স, জারওয়া হাউস, ডি দামাস, ডি ডায়মন্ড, ডায়মন্ড হাউস, গীতাঞ্জলি জুয়েলার্স, তানিশক জুয়েলার, দ্য ডায়মন্ড হাউস, জাভেরি গোল্ডসহ আরও অনেক জুয়েলারি শপ।

ডাইনিং

ঢাকার জনপ্রিয় ৫০টিরও বেশি রেস্টুরেন্টে ব্র্যাক ব্যাংক কার্ডহোল্ডাররা বুফে এবং আ-লা-কার্ট মেন্যুতে সর্বোচ্চ ৪০% পর্যন্ত ছাড় উপভোগ করবেন। রেস্টুরেন্টগুলোর মধ্যে রয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট, পিৎজা ডাইন, দ্য কফি লাউঞ্জ, বাও, ব্রেড অ্যান্ড বিয়ন্ড, সিয়েলো রুফটপ, কুপার্স, ঢাবা, গলফ গার্ডেন, হালদা ভ্যালি টি লাউঞ্জ, কিভা হান, নওয়াব চাঁটগা, রোস্টার্স পেরি পেরি, স্মিথ’স, টেস্ট অব ঢাকা, টেস্টবাড, দ্য ফরেস্ট লাউঞ্জ, দ্য প্যান প্যাসিফিক লাউঞ্জ, টার্কিশ আদানা কাবাব ইত্যাদি।

বাই ওয়ান, গেট আপ টু থ্রি

ইনফিনিট, সিগনেচার, ওয়ার্ল্ড, তারা ওয়ার্ল্ড, মাস্টারকার্ড মিলেনিয়াল, প্লাটিনাম ক্রেডিট, ডাইনার্স ক্লাব ইন্টারন্যাশনাল ক্রেডিট এবং নির্বাচিত ‘বরেণ্য’ ও প্রিমিয়াম ব্যাংকিং ব্র্যাক ব্যাংককার্ডহোল্ডাররা উপভোগ করবেন বিশেষ বাই ওয়ান গেট ওয়ান, বাই ওয়ান গেট টু এবং বাই ওয়ান গেট থ্রি অফার।ঢাকার শীর্ষস্থানীয় হোটেল ও রেস্টুরেন্টে মিলবে এসব অফার। সিক্স সিজনস হোটেল, আমারি ঢাকা, ক্রাউন প্লাজা ঢাকা, হলিডে ইন ঢাকা, ইন্টারকন্টিনেন্টাল, লো মেরিডিয়েন ঢাকা, প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, রেডিসন ব্লু চট্টগ্রাম, রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন, রেনেসাঁ ঢাকা, শেরাটন ঢাকা, দ্য পেনিনসুলা চিটাগং, দ্য ওয়েস্টিন ঢাকা ইত্যাদি হোটেল এবং রেস্টুরেন্টে বুফে ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারে এই সুবিধা পাওয়া যাবে।

সুইটস অ্যান্ড কনফেকশনারি

মিষ্টিপ্রেমীদের জন্য ব্র্যাক ব্যাংক কার্ডে থাকছে ১০% ছাড়। ব্যাংকটির যেকোনো কার্ড ব্যবহার করে গ্রাহকরা বাংলার মিষ্টি, সেঞ্চুরি’স, মিঠাই, বিক্রমপুর সুইটস, কেশর, খাজানা মিঠাই ইত্যাদি মিষ্টির দোকানে পাওয়া যাবে এই অফার।

রিওয়ার্ড পয়েন্ট ও ক্যাশব্যাক

ব্র্যাক ব্যাংক কার্ডেপাওয়া যাবে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকও এক্সক্লুসিভ রিওয়ার্ড পয়েন্ট। ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডাররা লাইফস্টাইল, সুইটস, ইলেকট্রনিকস, রেস্টুরেন্ট, টিকেটিং এবং অনলাইন শপিংয়ে পাবেন দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট। এই সুবিধা পাওয়া যাবে অ্যাপেক্স, বাটা, আড়ং, আর্টিসান, টপ টেন, প্রিমিয়াম সুইটস, সিক্রেট রেসিপি, মিঠাই, বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার, এলজি, বাটারফ্লাই, গ্যাজেট অ্যান্ড গিয়ার, সিঙ্গার, ওয়ালটন, র্যাং স, গ্লোরিয়া জিন্স, কেএফসি, নর্থ এন্ড কফি, তাবাক, সোহাগ, সহজ, গ্রিন লাইন, দারাজ, পিকাবু, গো জায়ান, শেয়ারট্রিপ, অ্যাস্টোরিয়ন, বাটা, বে, ক্লোজেট ক্লাউড, লা রেভ, টুয়েলভ, সেইলর, ইয়েলো ইত্যাদি মার্চেন্ট আউটলেটে পাওয়া যাবে এসব অফার।

ব্র্যাক ব্যাংকের সকল অফার দেখতে ভিজিট করুন:https://tinyurl.com/BBHakw4

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.