× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এনএসইউতে ‘ছদ্মবেশের আড়ালে সংকট: খেলাপি ঋণের রাজনৈতিক-অর্থনৈতিক বিশ্লেষণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৫ পিএম

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ)স্কুল অফ হিউম্যানিটিস এন্ড সোশ্যাল সায়েন্সেস (এসএইচএসএস) ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (মঙ্গলবার) এসএইচএসএস সম্মেলন কক্ষে “ছদ্মবেশের আড়ালে সংকট: খেলাপি ঋণের রাজনৈতিক-অর্থনৈতিক বিশ্লেষণ” শীর্ষক সেমিনার আয়োজন করে।

এনএসইউ এসএইচএসএস ফ্যাকাল্টি সেমিনার সিরিজের অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও অর্থনীতি-আগ্রহীরা। অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে ছিলেন ড. একেএম ওয়ারেসুল করিম, যিনি অ্যাকাউন্টিং ও ফাইন্যান্স বিভাগের অধ্যাপক এবং স্কুল অফ বিজনেস এন্ড ইকোনোমিক্স এর ডিন হিসেবে কর্মরত আছেন।

সেমিনারটি পরিচালনা করেন আইন বিভাগের অধ্যাপক এবং এসএইচএসএস এর বর্তমান ডিন জনাব ড. মো. রিজওয়ানুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বিভিন্ন ব্যাংক কর্তৃক যথাযথ নথিপত্র এবং যাচাই ছাড়াই বৃহৎ অঙ্কের ব্যাংকঋণ অনুমোদনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং উল্লেখ করেন যে একাধিক ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এই ধরনের অনিয়ম সংশোধনে হস্তক্ষেপ করেছে। এ ধরনের ব্যাংক ঋণের সাথে খেলাপি ঋণের সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে বলে ড. রিজওয়ান অভিমত ব্যক্ত করেন।

অধ্যাপক ড. ওয়ারেসুল করিম তাঁর আলোচনায় জর্জ স্টিগলারের “রেগুলেটরি ক্যাপচার থিওরি” ব্যবহার করে বাংলাদেশে খেলাপি ঋণের ভয়াবহ পরিস্থিতিকে কিভাবে গোপন করা হয়েছিল তা বিশ্লেষণ করেন। তিনি অভিমত ব্যক্ত করেন যে ক্ষমতাশালী গোষ্ঠীগুলো নিজেদের স্বার্থরক্ষায় নিয়ন্ত্রক সংস্থাগুলোকে প্রভাবিত করে। তিনি এ সংকটের জন্য আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বিস্তার, প্রতিষ্ঠানগুলোর দখল ও অপব্যবহার এবং প্রশাসনের নৈতিক দায়বদ্ধতার অবক্ষয়কে দায়ী করেন। এ পরিস্থিতি মোকাবিলায় তিনি দায়ীদের শাস্তির আওতায় আনা এবং তাদেরকে অকার্যকর ঋণ পুনরায় ক্রয়ে বাধ্য করার মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করার প্রস্তাব দেন।

অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন মো. জাকির হোসেন, যিনি মার্কেন্টাইল ব্যাংকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও ভারপ্রাপ্ত চিফ রিস্ক অফিসার হিসেবে কর্মরত আছেন। তিনি তাঁর বক্তব্যে অধ্যাপক করিমের বক্তব্যকে সমর্থন করেন এবং জানান, বর্তমানে এশিয়ার মধ্যে বাংলাদেশের খেলাপি ঋণের হার অন্যতম সর্বোচ্চ। তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকারের আমলে ঋণের শ্রেণিবিভাগে কারসাজি করার মাধ্যমে খেলাপি ঋণের প্রকৃত অবস্থাকে গোপন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। তিনি বিগত দশকগুলোতে বাংলাদেশের ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর ধারাবাহিক ব্যর্থতার সমালোচনা করেন। সমাপনী বক্তব্যে তিনি তরুণ উদ্যোক্তাদের সামনে থাকা সম্ভাবনাগুলোর কথা উল্লেখ করেন এবং নতুন আর্থিক নীতি প্রণয়ন ও এই খাতে সংস্কারের অনুঘটক হিসেবে বাংলাদেশের জন্য একটি আশাব্যঞ্জক ভবিষ্যৎ গড়ায় এই সেমিনার ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

প্রশ্নোত্তর পর্বে শিক্ষকবৃন্দ অধ্যাপক করিমের সঙ্গে খেলাপি ঋণের দমন নীতির রাজনৈতিক ও অর্থনৈতিক ফলাফল এবং বাংলাদেশের আর্থিক স্থিতিশীলতার ওপর এর প্রভাব নিয়ে আলোচনা করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.