দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা এডিসন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিস্ট্রিবিউটরদের ফাইন্যান্সিং সুবিধা দিতে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।
এই সহযোগিতার মাধ্যমে ডিস্ট্রিবিউটররা এডিসন ইন্ডাস্ট্রিজ থেকে পণ্য ও সেবা ক্রয়ের জন্য ব্র্যাক ব্যাংকের সিকিউরড ও আনসিকিউরড ফাইন্যান্সিং সুবিধা নিতে পারবেন। এই সুবিধা ডিস্ট্রিবিউটরদের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি তাঁদের ব্যবসায়ের প্রবৃদ্ধিও ত্বরান্বিত করবে।
এডিসন ইন্ডাস্ট্রিজ সিম্ফনি ও হেলিও ব্র্যান্ডের মোবাইল ফোন সংযোজন করে। প্রতিষ্ঠানটি দেশের শীর্ষস্থানীয় কনয়োমারেট এডিসন গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান, যারা ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স, ফুটওয়্যার, লজিস্টিকস, বিদ্যুৎ, রিয়েল এস্টেট, ফ্রেইট ফরওয়ার্ডিং, তথ্যপ্রযুক্তি এবং অন্যান্য খাতের ব্যবসায়েও যুক্ত।
এডিসন ইন্ডাস্ট্রিজ ও ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এ সময় এডিসন ইন্ডাস্ট্রিজের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ফাইন্যান্স, অ্যাকাউন্টস অ্যান্ড কমার্শিয়ালের ডেপুটি ডিরেক্টর মো. ফেরদাউস-উল-আলম, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মোহাম্মদ আবু সায়েম এবং ডিস্ট্রিবিউশন অ্যান্ড লজিস্টিকসের জেনারেল ম্যানেজার, মো মুস্তাফিজুর রহমান।
ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস মো. শাহীন ইকবাল সিএফএ, হেড অব স্মল বিজনেস (সেন্ট্রাল) আলমগীর হোসেন, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম এবং কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের এরিয়া হেড আবু সাদাত চৌধুরী।
এই সুবিধার মাধ্যমে এডিসন ইন্ডাস্ট্রিজের ডিস্ট্রিবিউটররা তাঁদের প্রয়োজন অনুযায়ী অর্থায়ন সুবিধা নিতে পারবেন। এই সুবিধা তাঁদের নগদ প্রবাহ ব্যবস্থাপনা, উন্নত কার্যকারিতা এবং বাজারে শক্তিশালী উপস্থিতিনিশ্চিত করবে।
এই উদ্যোগটি উদ্ভাবনী আর্থিক সল্যুশনের মাধ্যমে দেশের এসএমই ও তাঁদের ব্যবসায়িক অংশীদারদের টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।