× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইস্টার্ন ইউনিভার্সিটির সঙ্গে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ের ইওআই স্বাক্ষরিত

২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৮ পিএম

ইস্টার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ (ইউ) এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারার (ইউআইটিএম) অ্যাকাউন্টিং রিসার্চ ইনস্টিটিউটের মাঝে একাডেমিক সহযোগিতার জন্য একটি ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট-(ইওআই)’ স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে ইস্টার্ন ইউনিভার্সিটি ও ইউআইটিএমের এ এক্সপ্রেশন অব ইন্টারেস্ট স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান ইওআইতে স্বাক্ষর করেন। অপরদিকে ইউআইটিএমের পক্ষে অ্যাকাউন্টিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. জুরাইদাহ মোহাম্মদ সানুসি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার, ব্যবসায় শিক্ষা বিভাগের চেয়ারপার্সন, শিক্ষকবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, ইউআইটিএমের পক্ষ থেকে ড. মুহাম্মদ নাজমুল হক, ড. মোহাম্মদ তৌফিক বিন মোহাম্মদ সুফিয়ান এবং মিসেস লিলি মারদিয়াহ আদম মুদিন অংশগ্রহণ করেন।

এই স্বাক্ষরের মাধ্যমে ভবিষ্যতে যৌথ গবেষণা প্রকল্প, শিক্ষক ও শিক্ষার্থীদের এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং জ্ঞান বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয় ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.