সাউথইস্ট ব্যাংক পিএলসি. অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের আওতায় মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে
সাউথইস্ট ব্যাংক পিএলসি. সম্প্রতি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের আওতায় ২৪ জন উদ্যোক্তার জন্য মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে ।
আজ মঙ্গলবার ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি'র মাননীয় চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী জনাব এম. এ. কাশেম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব মো. সিরাজুল ইসলাম ।
বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক জনাব মো. নজরুল ইসলাম এবং যুগ্ম পরিচালক জনাব মো. আইয়ুব আলী এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব আবিদুর রহমান চৌধুরী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারী উদ্যোক্তাগণ এই কর্মসূচির আওতায় বিভিন্ন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করে এবং পরিশেষে তাদের ব্যবসায়িক পরিকল্পনা সফলভাবে উপস্থাপন করে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান এবং তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।