সম্প্রতি লায়ন জেলা ৩১৫এ১ এর অধীনে ঢাকাস্থ ৫২টি লায়ন্স ক্লাবের সমন্বয়ে যৌথ অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত মেরিয়োট কনভেনশন হলে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লায়ন গোলাম ফারুক রাব্বানী, চেয়ারপার্সন ইন্সটলেশন ও ইন্ডাক্সন কমিটি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন একেএম গোলাম ফারুক,জেলা গভর্নর ৩১৫এ১ , বাংলাদেশ।
অনুষ্ঠানে লায়ন একেএম গোলাম ফারুক, জেলা গভর্নর, সকল ক্লাবের নির্বাচিত বোর্ড অফ ডিরেক্টরসদের শপথ বাক্য পাঠ করান। সেই সাথে লায়ন্স ক্লাব অফ ঢাকা ফেস'র নির্বাচিত প্রেসিডেন্ট তার নিজস্ব লোগো সম্বলিত পকেট ব্যাচ প্রদান করা হয় যার আহবান “আত্ম অনুপ্রেরণা নেতৃত্বের বিকাশ ঘটায়” । এছাড়াও আয়োজক প্রতিটি ক্লাবের সকল প্রেসিডেন্ট, সেক্রেটারি ও ট্রেজারারদের মেডেল দিয়ে সম্মানীত করা হয়।
বিশেষ অতিথি হিসেবে লায়ন একেএম রেজাউল হক, চেয়ারম্যান বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, লায়ন ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন- লায়ন নওজাত সারোয়াত ইসলাম ১ম ভাইস জেলা গভর্নর, এডভোকেট মো: আবুল হোসেন খন্দকার ২য় ভাইস জেলা গভর্নরসহ জেলার পাস্ট জেলা গভর্নর ও অন্যান্য নেতৃবৃন্দ।