প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের থাইল্যান্ডের শীর্ষ হাসপাতালগুলোতে বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা দিতে বাংলাদেশের শীর্ষস্থানীয় মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠান ট্রইকা-এইডের সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকরা থাইল্যান্ডের মেডপার্ক হসপিটাল, ফায়াথাই ফাহোলিওথিন হসপিটাল এবং ফায়াথাই ২ হসপিটালে চিকিৎসা সেবায় সর্বোচ্চ ১৫% পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। পাশাপাশি থাকছে রোগীদের বিশেষ লাউঞ্জে বিনামূল্যে প্রবেশ এবং ফ্রি কাস্টমাইজড হেলথ চেক-আপ প্যাকেজ উপভোগের সুবিধা।
ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব ‘তারা’, আগামী অ্যান্ড প্রিমিয়াম ব্যাংকিং সেগমেন্ট মেহরুবা রেজা, হেড অবঅ্যালায়েন্স আশরাফুল আলমএবং প্রিমিয়াম ব্যাংকিংয়ের সিনিয়র ম্যানেজারএহসান সামাদ। ট্রইকা-এইডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার শাকিলা জামান, এক্সিকিউটিভ ডিরেক্টর কে.তৌসিফ রশীদ, ক্লিনিক্যাল ডিরেক্টর ডা. জাভেদ নূর বিন আসাদ এবং অন্যান্য কর্মকর্তারা।
এই চুক্তির বিষয়ে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মাহীয়ুল ইসলাম বলেন, “ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং শুধুমাত্র ফান্ড ব্যবস্থাপনাতেই সীমাবদ্ধ নয়,বরং এটি গ্রাহকদের জীবনধারা ও সুস্থতাকে প্রাধান্য দিয়ে বিভিন্ন সুবিধা দিয়ে থাকে। এই চুক্তির মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের জন্য থাইল্যান্ডের বিশ্বমানের স্বাস্থ্যসেবা সহজ করছি, যাতে তাঁরানির্বিঘ্নে সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা উপভোগ করতে পারেন।”