× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় তিশক্যানের পার্টনার আইপিডিসি

২৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৬ পিএম

তিশক্যান আয়োজিত “তিশক্যান পিংক আফটারনুন: ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস অ্যান্ড ওয়েলনেস” ইভেন্টের পার্টনার হতে যাচ্ছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। আগামী ২৭ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ, শনিবার, বিকেল সাড়ে ৩টায় গুলশান সোসাইটি লেক পার্কের জগার্স পার্কে ইভেন্টটি অনুষ্ঠিত হবে। ইভেন্টে বিশেষ আলোচনার পাশাপাশি ক্যান্সার সারভাইভাররা তাদের সার্বিক অভিজ্ঞতা শেয়ার করবেন।

‘পিংক আফটারনুন’ তিশক্যান-এর পিংক অক্টোবর প্রোগ্রামের একটি অংশ। ইভেন্টে, ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরতে মেডিকেল, কর্পোরেট এবং ওয়েলনেস কমিউনিটির প্রতিনিধিরা একত্রিত হবেন। এছাড়া, সার্টিফায়েড ইন্সট্রাক্টর জিন আয়ান একটি জুম্বা সেশন পরিচালনা করবেন।

আলোচনা পর্বে, প্র্যাক্টিসিং সার্জন ডা. শিফাত তানজিলা ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ ও প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ বিষয়ে বিভিন্ন পরামর্শ দিবেন এবং উর্মি গ্রুপের পরিচালক ও ব্রেস্ট ক্যান্সার সারভাইভার শামারুখ ফখরুদ্দিন তাঁর অভিজ্ঞতার কথা শেয়ার করবেন। পাশাপাশি উদ্যোক্তা ও টিভি উপস্থাপিকা সামিয়া আফরিন সুষম ও স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করবেন।

এই পার্টনারশিপ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র সিএফও ফাহমিদা খান বলেন, “আইপিডিসি বিশ্বাস করে কেবল আর্থিক প্রবৃদ্ধিতে নয়, বরং একটি স্বাস্থ্যকর ও সচেতন সমাজ গড়ে তোলার মাধ্যমেই অগ্রগতি নিশ্চিত করা সম্ভব। তিশক্যান-এর সাথে এই ইভেন্ট আয়োজন করতে পেরে আমরা আনন্দিত এবং এর মাধ্যমে মানুষকে, বিশেষ করে নারীদের আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী জীবনযাপনে অনুপ্রাণিত করার আমাদের চেষ্টা প্রতিফলিত হবে বলে আমার বিশ্বাস।”

তিশক্যান-এর প্রতিষ্ঠাতা নুজহাত তারান্নুম বলেন, “মূলত ব্রেস্ট ক্যান্সার নিয়ে ভ্রান্ত ধারণা দূর করা, প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্য পরীক্ষা করতে উৎসাহিত করা এবং পারস্পরিক সহমর্মিতার ভিত্তিতে সমাজ গঠনের উদ্দেশ্যে পিংক আফটারনুন আয়োজন করা হয়। এই উদ্দেশ্য বাস্তবায়নে পাশে থাকায় আইপিডিসি’র প্রতি আমরা কৃতজ্ঞ। আশা করি, সবাই নিজ নিজ অবস্থান থেকে আমাদের ভালোবাসা ও সমর্থন দিয়ে যাবেন।”

ডা. শিফাত তানজিলা বলেন, “ব্রেস্ট ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে এটি চিকিৎসাযোগ্য। আমরা পিংক আফটারনুন-এর মতো আয়োজনের মাধ্যমে নারীরা যেন ব্রেস্ট ক্যান্সারের লক্ষণগুলো চিহ্নিত করতে পারেন, দ্রুত পদক্ষেপ নেন এবং দ্বিধাহীনভাবে নিজ স্বাস্থ্যকে প্রাধান্য দেন ও তাদের পরিবার-পরিজন ও বন্ধুমহল যেন সবসময় তাদের পাশে থাকে – এসব নিয়ে উৎসাহিত ও সচেতন করতে চাই।”

ইভেন্টটি সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে জুম্বা সেশনের জন্য ১০০০ টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে। এই ফি এবং যেকোন অনুদান সরাসরি তিশক্যান-এর সচেতনতা ও সহায়তা কর্মসূচিতে ব্যয় করা হবে। অংশগ্রহণকারীদের গোলাপি রঙের পোশাক পরে আসার অনুরোধ করা হচ্ছে এবং হালকা শারীরিক কার্যকলাপের জন্য আরামদায়ক পোশাক পরিধানে উৎসাহিত করা হচ্ছে।


এই অংশীদারিত্বের মাধ্যমে আইপিডিসি ফাইন্যান্স এবং তিশক্যান জ্ঞান, অভিজ্ঞতা ও জনগোষ্ঠীর শক্তিকে একত্র করে সমাজে দীর্ঘস্থায়ী প্রভাব নিশ্চিত করতে চায়। উভয় প্রতিষ্ঠানের লক্ষ্য, কাওকে যেন ক্যান্সারের লড়াই একা লড়তে না হয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.