× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স ক্যাম্পেইনে গ্রাহক জিতলেন রয়‍্যাল এনফিল্ড

২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৬ পিএম

তিন মাসব্যাপী চলা ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স ক্যাম্পেইন সফলভাবে শেষ হয়েছে। ক্যাম্পেইন শেষে চট্টগ্রামের একজন রেমিটেন্স গ্রাহক প্রথম মেগা পুরস্কার হিসেবে জিতেছেন একটি নতুন রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল।

প্রবাসী বাংলাদেশিদের তাঁদের কষ্টার্জিত অর্থ বৈধ ও নিরাপদ চ্যানেলে দেশে পাঠাতে উদ্বুদ্ধ করতেই ব্র্যাক ব্যাংক এই ক্যাম্পেইনটি চালু করে। এ ধরনের গ্রাহক-সম্পৃক্ততা উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক রেমিটেন্স মার্কেটে নিজেদের নেতৃত্বস্থানীয় অবস্থান আরো সুদৃঢ় করাই ছিল এই ক্যাম্পেইনের লক্ষ্য।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকেরম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান গ্র্যান্ড প্রাইজ বিজয়ী মোহাম্মদ নাসেরের হাতে নতুন রয়‍্যাল এনফিল্ড মোটরসাইকেলটি হস্তান্তর করেন। মোহাম্মদ নাসেরচট্টগ্রামের মুরাদপুর ব্রাঞ্চের একজন গ্রাহক, যিনি ক্যাম্পেইনের শীর্ষ রেমিটেন্স গ্রাহক হিসেবে পুরস্কারটি জিতেছেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেডঅব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস মো. শাহীন ইকবাল সিএফএ হেড অব রেমিটেন্স অ্যান্ড প্রবাসী ব্যাংকিং শাহরিয়ার জামিল এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

১৮ মে ২০২৫ থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত চলা এই ক্যাম্পেইনটি রেমিটেন্সের অন্যতম প্রধান মৌসুম ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে সাজানো হয়েছিল। পুরো ক্যাম্পেইনজুড়ে গ্রাহকদের দেওয়া হয় নানারকম আকর্ষণীয় পুরস্কার সাপ্তাহিক পুরস্কার হিসেবে ছিল মোবাইল ফোন ব্লুটুথ স্পিকার পাওয়ার ব্যাংক ইয়ারবাড ও গিফট কুপন। প্রতি দুই সপ্তাহে মেগা পুরস্কার হিসেবে দেওয়া হয় রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, মাইক্রোওয়েভ ওভেন ও ওয়াটার পিউরিফায়ার। পুরো ক্যাম্পেইনজুড়ে সবচেয়ে বেশি রেমিটেন্স গ্রহীতাকে দেওয়া হয় গ্র্যান্ড প্রাইজ রয়‍্যাল এনফিল্ড মোটরসাইকেল।

এই উদ্যোগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইওতারেক রেফাত উল্লাহ খান বলেন "ব্র্যাক ব্যাংক দেশে রেমিটেন্স প্রবাহ বাড়ানোর ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। আরো বেশি রেমিটেন্স সুবিধাভোগীদের অনবোর্ডিংএবং আমাদের ব্রাঞ্চ, সাব-ব্রাঞ্চ ও এজেন্ট ব্যাংকিংয়ের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে ক্যাশ পিক-আপ সুবিধাসহজতর করার মাধ্যমে আমরা দেশে অধিক পরিমাণে রেমিটেন্স আনতে কাজ করছি। এই উদ্যোগ কেবল আমাদের ব্যাংকের তারল্য বৃদ্ধি ও আন্তর্জাতিকবাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ খাতকে সহায়তাই করছে না, বরং নিরাপদ ও বৈধচ্যানেলে রেমিটেন্স আহরণের মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও শক্তিশালী করছে।"

রেমিটেন্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে মুখ্য ভূমিকাপালন করে। এই খাতে ব্র্যাক ব্যাংকের ধারাবাহিক উদ্যোগ গ্রাহকদের ক্ষমতায়ন স্বীকৃতি, আর্থিক অন্তর্ভুক্তি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সহায়তা করছে।

এ ধরনের রেমিটেন্স ক্যাম্পেইনের মাধ্যমে ব্র্যাক ব্যাংক প্রবাসী বাংলাদেশি ওতাদের পরিবারকে নিরাপদ উদ্ভাবনী ও গ্রাহকবান্ধব সল্যুশন প্রদানের পাশাপাশি রেমিটেন্স মার্কেটে নিজেদের নেতৃত্বস্থানীয় অবস্থান আরো সুদৃঢ় করছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.