আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে ‘ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন রেসপন্সিভ অ্যান্ড রেসপনসিবল ইউনিভার্সিটি: গ্লোবাল পারস্পেকটিভস ফ্রম দ্য ম্যাগনা কার্টা অবজারভেটরি রিসার্চ ইনিশিয়েটিভ’ শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।
২৫-২৬ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সিম্পোজিয়ামে ইউরোপ ও এশিয়ার ছয়টি দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন। এর মধ্যে আয়ারল্যান্ড, পোল্যান্ড, লিথুয়ানিয়া, ইউক্রেন, নর্থ মেসিডোনিয়া এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, উপ-উপাচার্য এবং আইকিউএসি পরিচালকসহ ১৫০-এর বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সিম্পোজিয়ামের সমাপনী অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন এআইইউবির এআইইউবির উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন এআইইউবির উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুর রহমান । অনুষ্ঠানে ম্যাগনা কার্টা অবজারভেটরি এর সেক্রেটারি জেনারেল ডেভিড জে. লক রিফ্লেকশন এবং রোডম্যাপ নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশি-বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত অতিথিবৃন্দ, এআইইউবির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং উচ্চপদস্থ কর্মকর্তারা।
সিম্পোজিয়ামের প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) সদস্য প্রফেসর ড. গুলশান আরা লতিফা, প্রফেসর ড. এস এম কবীরসহ শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ ও উপ-উপাচার্যরা।