সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে আলোচনার প্রেক্ষিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের অবস্থান প্রকাশ করেছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ব্যাংক থেকে জানানো হয়, কর্মকর্তাদের যোগ্যতা যাচাইয়ের জন্য বিশেষ মূল্যায়ন পরীক্ষা নেওয়ার পর কয়েকজন কর্মকর্তা এ পরীক্ষার বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করেন। পরে হাইকোর্ট বাংলাদেশ ব্যাংককে বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দেন।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে বিষয়টি নিষ্পত্তি করে রিটকারী ও ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয়, ইসলামী ব্যাংক একটি বেসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান হওয়ায় কর্মকর্তাদের চাকরি দেশের প্রচলিত আইন ও বিধি অনুযায়ী পরিচালিত হয়। এর ফলে ব্যাংক নিজস্ব এখতিয়ারভুক্ত হয়ে বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা গ্রহণ এবং চাকুরী বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।
ব্যাংক কর্তৃপক্ষ গত ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)-এর মাধ্যমে পরীক্ষা আয়োজন করে। এই পরীক্ষায় আদালত অবমাননা বা আইন লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি বলে ব্যাংক উল্লেখ করেছে।
ইসলামী ব্যাংক একটি শরী’আহ কমপ্লায়েন্ট প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্র ও নিয়ন্ত্রণ সংস্থার সকল নিয়মাবলী মেনে পরিচালিত হচ্ছে। ব্যাংকের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ছড়ানো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য গ্রাহক ও শুভানুধ্যায়ীসহ সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।