অ্যাপার্টমেন্ট ক্রেতাদের জন্য উন্নত হোম লোন সুবিধা দিতে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি. এবং আনোয়ার ল্যান্ডমার্ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের লক্ষ্য হলো আনোয়ার ল্যান্ডমার্কের গ্রাহকদের জন্য অ্যাপার্টমেন্ট কেনা আরও সহজ করার পাশাপাশি তাদের জন্য বিশেষ আর্থিক সুবিধার প্যাকেজ নিশ্চিত করা। মঙ্গলবার প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এই চুক্তির আওতায় আইপিডিসি ফাইন্যান্স আনোয়ার ল্যান্ডমার্কের গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা দেবে। এর মধ্যে রয়েছে প্রতিযোগিতামূলক সুদের হার, কম প্রসেসিং ফি, দ্রুত ঋণ অনুমোদন এবং ব্যক্তিগত আর্থিক পরামর্শ সেবা। এই উদ্যোগের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানই স্বপ্নের অ্যাপার্টমেন্ট কেনার পথে গ্রাহকদের সাশ্রয়ী ও সহজ আর্থিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি তুলে ধরেছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্সের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন হেড অব রিটেইল বিজনেস মোহাম্মদ মোনিরুল ইসলাম, হেড অব ডিস্ট্রিবিউশন মোহাম্মদ শাহিদুল ইসলাম, হেড অব হোম লোন সেলস মো. ইমরান হোসেন এবং ক্লাস্টার হেড ও ব্রাঞ্চ ম্যানেজার, ধানমন্ডি মোহাম্মদ কাইয়ুম খান। অন্যদিকে আনোয়ার ল্যান্ডমার্কের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিইও মোহাম্মদ ফয়সাল মৌলা এবং জিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) এ.জি.এম. তানভীর আহাদ।
অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্স পিএলসির হেড অব রিটেইল বিজনেস মোহাম্মদ মোনিরুল ইসলাম বলেন, “নিজের একটি অ্যাপার্টমেন্ট প্রত্যেকেরই স্বপ্ন। আনোয়ার ল্যান্ডমার্কের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা আরও বেশি পরিবারকে সহজ ও সাশ্রয়ী অর্থায়নের সুযোগ দিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে অ্যাপার্টমেন্টের মালিক হওয়ার পথে এগিয়ে যেতে সহায়তা করছি।”
আনোয়ার ল্যান্ডমার্কের সিইও মোহাম্মদ ফয়সাল মৌলা বলেন, “আমাদের সবসময়ই লক্ষ্য ছিল মানসম্মত আবাসন নির্মাণ করা এবং সেগুলোকে আর্থিকভাবে সবার নাগালে নিয়ে আসা। আইপিডিসি ফাইন্যান্স আমাদের অংশীদার হওয়ায় এখন আমাদের গ্রাহকেরা শুধু স্বপ্নের অ্যাপার্টমেন্টই পাবেন না, বরং পুরো অর্থায়ন প্রক্রিয়াটিও হবে আরও সহজ।”
আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং আনোয়ার ল্যান্ডমার্কের এই অংশীদারিত্ব মানসম্মত আবাসন ও আর্থিক সুবিধার মধ্যে সেতুবন্ধন তৈরির এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি দেশের আবাসন খাতকে আরও শক্তিশালী করবে এবং অসংখ্য পরিবারের স্বপ্নপূরণের পথে সহায়ক ভূমিকা রাখবে।