× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উত্তরায় সেনাবাহিনীর হাতে কথিত ‘ছাত্র সমন্বয়ক’ গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট।

০৪ অক্টোবর ২০২৫, ১৯:১৭ পিএম

ছবি: সংগৃহীত।

রাজধানীর উত্তরায় দীর্ঘদিন ধরে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মব সৃষ্টির মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানো চক্রের মূলহোতা আসাদুর রহমান আকাশকে (২৪) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শনিবার (৪ অক্টোবর) ভোররাতে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের একটি বিশেষ অভিযানে উত্তরা ৬ নম্বর সেক্টরের একটি বাসা থেকে আকাশসহ তার দুই সহযোগী মো. ফরিদ উদ্দিন (২৬) ও মো. রবিনকে (২৫) গ্রেপ্তার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আকাশ দীর্ঘদিন ধরে ‘ছাত্র সমন্বয়ক’ পরিচয়ে উত্তরা এলাকার বিভিন্ন স্থানে ভয়ভীতি ও সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছিল। তিনি ও তার সহযোগীরা নিয়মিত চাঁদাবাজি, মিথ্যা মামলা বানানো, মামলার মাধ্যমে চাঁদা আদায়সহ নানা বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিল।

এছাড়া আকাশের নেতৃত্বে গড়ে ওঠা কিশোর গ্যাং বাহিনী স্থানীয় এলাকায় মারামারি, বিশৃঙ্খলা ও মব সৃষ্টির ঘটনাও ঘটিয়েছে বলে জানা যায়।

সূত্র আরও জানায়, সম্প্রতি আকাশের নেতৃত্বে উত্তরার তিন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে।  সিসিটিভি ফুটেজে ইতোমধ্যে ওই হামলার স্পষ্ট প্রমাণ পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে আকাশ ও তার সহযোগীদের গ্রেপ্তার করে।

বর্তমানে গ্রেপ্তার হওয়া তিন জনকে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য,গত ৩০ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের রেড চিকেন রেস্টুরেন্টে দৈনিক ইত্তেফাকের সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর কবির, দৈনিক সকালের সময়ের জোবায়ের আহমেদ ও বিজয় টেলিভিশনের সিটি রিপোর্টার এম এ আজাদের ওপর আকাশের নেতৃত্বে ২০-২৫ জন কিশোর সন্ত্রাসী হামলা চালায়।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকরা উত্তরা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিম মোল্লা অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.