× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী-র‍্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার ১৭

ডেস্ক রিপোর্ট।

০৫ অক্টোবর ২০২৫, ১৪:৪৫ পিএম

ছবি: সংগৃহীত।

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী ও র‍্যাবের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন– মো. মনোয়ার হোসেন (২৪), মো. আবিদ হোসেন (৩২), মো. নুর ইসলাম (২০), মো. বন্যা (৩৬), মো. আ. লতিফ (৫০), মো. আলমগীর (৪০), মো. বুলু (২১), মো. ফিরোজ (২৬), মো. আলামিন (২০), মো. ভুট্টু (৫০), মো. আসলাম (১৬), মো. জাফর (৪০), মো. তাজউদ্দিন (৪০), মো. মাসুম (৩৮), মো. জাবেদ (৪১), মো. মুরাদ (১৮) ও মো. বাবু (৩১)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি সামুরাই ও ৫ কেজি (প্রায়) গাঁজা জব্দ করা হয়।

রোববার (৫ অক্টোবর) এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু।

তিনি বলেন, জেনেভা ক্যাম্পে বেশ কয়েকটি ছিনতাইকারী চক্র ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম জড়িয়ে পড়ছে। গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ এবং সেনাবাহিনীর যৌথ আভিযানিক দল ৪ অক্টোবর দিবাগত রাতে দেশীয় অস্ত্র ও মাদকসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন,  এ সময় গ্রেপ্তারদের কাছ হতে উদ্ধার করা হয় ১টি সামুরাই ও ৪ কেজি ৯৬৪ গ্রাম গাঁজা। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে জানা যায়– তারা দিনের বেলায় আত্মগোপনে থেকে রাতের বেলায় ছিনতাই, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড করে। তাদের বিরুদ্ধে ছিনতাই ও মাদক মামলা রয়েছে এবং এ সব মামলায় কারাভোগ করেছে বলে জানা যায়। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র‍্যাবএ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.