দেশের নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নে ধারাবাহিকউদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রামে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি 'আমরাই তারা' আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নেন ৩০ জন সম্ভাবনাময় নারী উদ্যোক্তা।
২২ থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৫ ব্র্যাক লার্নিং সেন্টাকট্টগ্রামে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীনারী উদ্যোক্তারা ব্যবসায় পরিচালনা, ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থিতি বৃদ্ধি এবং পণ্যের বাজার সম্প্রসারণের বিষয়ে হাতে-কলমে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেন। পাশাপাশি তাঁরা নেটওয়ার্কিং এবং ব্যবসায়িক পরামর্শ অর্জনেরও সুযোগ পান যা তাঁদের ভবিষ্যৎ ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের প্রেসিডেন্ট মুনীর হাসান এবং ব্র্যাক ব্যাংক এসএমই ব্যাংকিংয়ের স্মল বিজনেস টেরিটরি ম্যানেজার মোহাম্মদ জহিরুল ইসলাম।
ব্র্যাক ব্যাংকের এমন উদ্যোগ সম্পর্কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, "নারী উদ্যোক্তারা অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি। একজন নারী উদ্যোক্তা সফল হলে তাঁর পরিবার, সমাজ ও দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়। 'আমরাই তারা' কর্মসূচির মাধ্যমে ব্র্যাক ব্যাংকর্তাদের প্রয়োজনীয় দক্ষতা, আত্মবিশ্বাস ও সুবিধা দিয়ে সক্ষম করে তুলছে যাতে তাঁরা টেকসইভাবে ব্যবসা সম্প্রসারণ করতে পারেন।"
'আমরাই তারা' হলো নারী উদ্যোক্তাদের জন্যব্র্যাক ব্যাংকের একটি বিশেষ ফ্ল্যাগশিপ উদ্যোগ যা গেটস ফাউন্ডেশন এর সহযোগিতায় পরিচালিত। এই কর্মসূচির লক্ষ্য হলো নারী নেতৃত্বাধীন ব্যবসায়ের জন্য এমন একটি টেকসই পরিবেশ তৈরি করা, যেখানে জ্ঞান ও দক্ষতা উন্নয়ন এবং বাজার ও অর্থায়নে প্রবেশাধিকার নিশ্চিতের মাধ্যমে উদ্যোক্তাদের দীর্ঘমেয়াদি ক্ষমতায়ন নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, এ পর্যন্ত ব্র্যাক ব্যাংক ২০টি জেলায় ৩,০০০-এরও বেশি নারী উদ্যোক্তাকেদক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়েছে। ভবিষ্যতে 'আমরাই তারা' কর্মসূচিটি দেশের সব জেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছেব্যাংকটির। এভাবে দেশের আরও বেশি নারী উদ্যো ক্তাদের এই সুযোগের আওতায় আনতে ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ।