× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্র্যাক ব্যাংক কার্ডহোল্ডাররা কাতার এয়ারওয়েজে পাবেন ডিসকাউন্ট

১৪ অক্টোবর ২০২৫, ১৮:৩৬ পিএম । আপডেটঃ ১৪ অক্টোবর ২০২৫, ১৮:৩৬ পিএম

ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডারদের ভ্রমণে এক্সক্লুসিভ ডিসকাউন্ট সুবিধা দিতে কাতার এয়ারওয়েজের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।

এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের কার্ডহোল্ডাররা কাতার এয়ারওয়েজের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করে টিকিট বুকিং দেওয়ার সময় ‘QRBRAC25’ প্রোমো কোড ব্যবহার করে বেস প্রাইসে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।

৯ অক্টোবর ২০২৫ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং কাতার এয়ারওয়েজের বাংলাদেশ ও নেপাল কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ এল ইমাম এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি, এফআই, কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিংমো. শাহীন ইকবালসিএফএ, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিংএকেএম ফয়সল হালিম, হেড অব মার্চেন্ট অ্যাকোয়্যারিং খায়রুদ্দিন আহমেদ, লোকাল অ্যান্ড গ্লোবাল কর্পোরেটের ইউনিট হেড মুসাব্বির আহমেদ, হেড অব ক্রেডিট কার্ডসমিথিলা আলমগীর জুহি এবং হেড অব অ্যালায়েন্সেস মো. আশরাফুল আলম। কাতার এয়ারওয়েজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিজিটাল অ্যান্ড মার্কেটিং অপারেশনস কো-অর্ডিনেটর তাসমিয়া মোস্তফা।

টিকিট ক্রয়ের ক্ষেত্রে এই বিশেষ অফারটি চলবে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্তএবং ভ্রমণ করা যাবে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত। গ্রাহকরা আমেরিকা, ইউরোপ ও আফ্রিকার নির্দিষ্ট গন্তব্যে ইকোনমি ও বিজনেস ক্লাস উভয় টিকিটের ক্ষেত্রে এই ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।

ডিসকাউন্ট পেতে গ্রাহকদের ফ্লাইট সার্চ করার আগে প্রোমো কোডটি টাইপ করতে হবে এই লিংকে:

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.