× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কৃষকদের সুরক্ষায় গার্ডিয়ান ও উইগ্রোর চুক্তি সই

১৪ অক্টোবর ২০২৫, ১৮:৪৩ পিএম

কৃষক ও তাঁদের পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে দেশের শীর্ষস্থানীয় বিমা প্রতিষ্ঠান গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সম্প্রতি অ্যাগ্রি–টেক প্ল্যাটফর্ম উইগ্রো গ্লোবালের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব ঘোষণা করেছে।

সম্প্রতি ঢাকায় গার্ডিয়ানের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে গার্ডিয়ানের পক্ষ থেকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (অ্যাকটিং) শেখ রকিবুল করিম, এফসিএ এবং উইগ্রো গ্লোবালের পক্ষ থেকে প্রধান পরিচালন কর্মকর্তা ফাইয়াজ সাফি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে অংশীদারত্বে স্বাক্ষর করেন। এছাড়া অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অংশীদারত্বের আওতায় উইগ্রোর অর্থায়নে থাকা কৃষকরা গার্ডিয়ানের ক্রেডিট শিল্ড ইন্স্যুরেন্স সুবিধা পাবেন। এই সুবিধার মাধ্যমে যদি কৃষকের সঙ্গে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে, যেমন জীবনহানি বা শারীরিক অক্ষমতা, তাহলে কৃষকের পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে এবং তাঁর বকেয়া ঋণ পরিশোধের নিশ্চয়তা থাকবে।

বলা হয়েছে, বাংলাদেশের অধিকাংশ কৃষক প্রান্তিক ও সীমিত সম্পদের ওপর নির্ভরশীল। জীবিকার অনিশ্চয়তার কারণে তাঁদের আর্থিক সুরক্ষা ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকে না। এই অংশীদারত্ব কৃষকদের জন্য উদ্ভাবনী আর্থিক সমাধান প্রদান করবে, তাঁদের আর্থিক ঝুঁকি কমাবে এবং জীবিকা সুরক্ষিত রাখতে সহায়তা করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গার্ডিয়ানের হেড অব মাইক্রো ইন্স্যুরেন্স, ডিজিটাল চ্যানেল অ্যান্ড এডিসি আব্দুল হালিম এবং এভিপি মো. তানিম বুলবুল। উইগ্রো গ্লোবালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব অপারেশনস কেবিডি মো. রবিউল্লাহ এবং হেড অব বিজনেস অ্যান্ড স্ট্র্যাটেজি আরিফ রহমান।

উভয় প্রতিষ্ঠানই এই অংশীদারত্বকে টেকসই কৃষি উন্নয়নের জন্য যৌথ অঙ্গীকার হিসেবে দেখছে। অংশীদারত্বের মাধ্যমে দেশের প্রান্তিক কৃষক ও তাঁদের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.