নর্থ সাউথ ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘নতুন বিশ্ব ব্যবস্থায় সংঘাত এবং সহযোগিতা’ শীর্ষক ওয়েবিনার
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ ১৪ অক্টোবর ২০২৫ তারিখে ‘নতুন বিশ্ব ব্যবস্থায় সংঘাত এবং সহযোগিতা’ শীর্ষক একটি ওয়েবিনার আয়োজন করে। অনুষদের নিয়মিত আয়োজন ‘ডিস্টিঙ্গুইশড ওয়েবিনার সিরিজ’ এর অংশ হিসেবে অনুষ্ঠিত এই পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিষয়ে উৎসাহীরা উপস্থিত ছিলেন।
ওয়েবিনারে মূল বক্তা ছিলেন অধ্যাপক জন রেনে শর্ট, যিনি ইমেরিটাস অধ্যাপক হিসেবে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডে পাবলিক পলিসি বিষয়ে কর্মরত আছেন। ভূ-রাজনীতি এবং বৈশ্বিক শাসন বিষয়ক গবেষণায় তাঁর অবদানের জন্য অধ্যাপক রেনে শর্ট আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও পরিচিত।
নর্থ সাউথ ইউনিভার্সিটির গবেষণা অফিসের পরিচালক অধ্যাপক নরম্যান কে. সোয়াজো এই ওয়েবিনারটি সঞ্চালনা করেন। উদ্বোধনী বক্তব্যে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম বর্তমান বিশ্বব্যবস্থায় ক্রমবিকাশমান বহুমেরুত্বের বিষয়ে আলোকপাত করেন। তিনি বিভিন্ন যুগে বিশ্বের প্রধান শক্তি যেমন ইংরেজ, ইউরোপীয় ও মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ দিয়ে বিশ্ব শক্তির ভারসাম্য পরিবর্তন সম্পর্কে আলোকপাত করেছেন।
অধ্যাপক রেনে শর্ট তাঁর বক্তব্যে বলেন, প্রতিদ্বন্দ্বিতাহীন মার্কিন বৈশ্বিক প্রাধান্য নতুন একটি ভূ-রাজনৈতিক কাঠামোর পথ তৈরি করেছে। তাঁর মতে, এই কাঠামো মূলত চীনের আকাঙ্ক্ষিত ‘বৈশ্বিক চীন-কেন্দ্রিকতা’, ইউরোপের পুনর্সামরিকীকরণ, এবং বৈশ্বিক দক্ষিণের উত্থানের দ্বারা চিহ্নিত।
বৈশ্বিক এই পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে তিনি দেশগুলোতে "নব বিপ্লবী চেতনা"-র দিকে ইঙ্গিত করেছেন।
তিনি দাবি করেন, অর্থনৈতিক জাতীয়তাবাদ, শুল্কের পুনর্বিন্যাস এবং সামরিক জোটের উত্থান বিশ্বব্যাপী শক্তি কাঠামো পুনর্গঠন করছে। এর পাশাপাশি জলবায়ু পরিবর্তন, দূষণ এবং মহামারীর মতো অস্তিত্বগত হুমকি রাষ্ট্রগুলোকে পারস্পরিক সহযোগিতার দিকে ঠেলে দিচ্ছে।
তাঁর গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে তিনি দাবি করেন, ভবিষ্যতের বিশ্বব্যবস্থায় একক আধিপত্যের সম্ভাবনা ক্ষীণ; বরং প্রতিষ্ঠিত এবং উদীয়মান শক্তিগুলির মধ্যে কৌশলগত সহযোগিতা, পারস্পরিক প্রভাব বিস্তার এবং বাস্তববাদী কূটনীতির মাধ্যমে নতুন এই বিশ্বব্যবস্থা নিয়ন্ত্রিত হবে।
ওয়েবিনারের শেষভাগে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা বৈশ্বিক ও আঞ্চলিক রাজনীতিতে তরুণ ও যুবকদের ভূমিকা থেকে শুরু করে আন্তঃরাষ্ট্রিয় জোট পরিবর্তনের এই যুগে বৈশ্বিক দক্ষিণের কৌশলগত অবস্থানসহ বিভিন্ন বিষয়ে অধ্যাপক রেনে শর্টের সাথে আলোচনা করেন।