× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভ্যান চালককের মরদেহ উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

১৫ অক্টোবর ২০২৫, ২১:১৭ পিএম

ছবি: সংগৃহীত।

পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের একদিন পরই বাড়ির পাশের ঝোঁপ থেকে ইমান আলী প্রামানিক (৫৭) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার(১৫ অক্টোবর)সন্ধ্যায় উপজেলার দাশুড়িয়াস্থ পাবনা সুগার মিলস সংলগ্ন ঝোঁপ থেকে পা, হাত বাধা ও মুখসহ মাথায় কাপড় মোড়ানো মরদেহটি উদ্ধার করা হয়।

 নিহত ইমান আলী দাশুড়িয়ার মুনশিদপুর তেঁতুলতলা এলাকার মৃত জয়নাল আলী প্রামানিকের ছেলে।

নিহতের ছেলে ইকবাল হোসেন জানান, তাঁর বাবা পেশায় ভ্যান চালক। রাতে ভ্যান চালাতেন। সকালে বাড়িতে ফিরতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার, ১৪ অক্টোবর রাতে মোটর চালিত ভ্যান (স্থানীয় নাম চুঁইভ্যান) নিয়ে ভাড়া টানার জন্য বাড়ি থেকে বের হন। পরের দিন সকালে বাড়িতে না আসায় তার মোবাইল ফোনে বারবার রিং দেওয়া হলেও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুজির পরও সন্ধান না পাওয়ায় থানায় সাধারন ডায়েরি দায়ের করা হয়। এরপর লোকমুখে মরদেহ বাড়ির পাশে সুগার মিল সংলগ্ন ঝেঁপের মধ্যে পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাবার মরদেহ সনাক্ত করা হয়।

ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যানটি ছিনতাই করতেই চালককে হত্যা করে ঝেঁপের আড়ালে মরদেহ ফেলে রাখা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হবে। অপরাধীদের আটকের চেষ্টা চলছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.