গত ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র চার দিনব্যাপি ওয়েলনেস প্রোগ্রাম আজ শেষ হয়েছে। আইপিডিসি’র কর্মী ও গ্রাহকদের শারীরিক ও মানসিক সুস্থতার প্রতি সর্বোচ্চ গুরুত্বারোপ এবং সুস্থ ও অন্তর্ভুক্তিমূলক জীবনধারা গড়তে উৎসাহিত করাই ছিল এই প্রোগ্রামের মূল লক্ষ্য, যা ব্যক্তিজীবন ও কর্মজীবনে সমান ভূমিকা রাখবে।
প্রোগ্রামের প্রথম দিনে (১৩ অক্টোবর) স্বাস্থ্য-পরীক্ষা পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে একজন মেডিকেল অফিসার অংশগ্রহণকারীদের ব্লাড সুগার, ব্লাড প্রেশার এবং বিএমআই পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এছাড়া, ব্রেস্ট ক্যান্সার সংক্রান্ত একটি সচেতনতামূলক পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে কর্মী ও গ্রাহকদের ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণ, প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
দ্বিতীয় দিনে (১৪ অক্টোবর) মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতামূলক পর্ব অনুষ্ঠিত হয়। সেদিন বিশেষজ্ঞরা মানসিক সুস্থতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং কর্মক্ষেত্রে চাপ নিয়ন্ত্রণ ও ব্যক্তিজীবন ও কর্মজীবনে ভারসাম্য বজায় রাখতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
তৃতীয় দিনে (১৫ অক্টোবর) একটি ইন্টারেক্টিভ ফিজিওথেরাপি পর্বের আয়োজন করা হয়। একজন প্রফেশনাল ফিজিওথেরাপিস্ট পর্বটি পরিচালনা করেন। সেসময় শারীরিক ব্যায়াম ও ইন্টারেক্টিভ ওয়ার্কশপের মাধ্যমে দীর্ঘমেয়াদে মাস্কুলোস্কেলেটাল হেলথ (বোন ও মাসল হেলথ) বজায় রাখার কৌশল শেখানো হয়।
আজ শেষ দিনে (১৬ অক্টোবর) আইপিডিসি’র কর্মীবৃন্দ এবং অফিস স্টাফদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষার আয়োজন করা হয়। এই পর্বের উদ্দেশ্য ছিল চোখের অবস্থা ও সুস্থতা নিশ্চিত করা এবং কারো দৃষ্টি সংক্রান্ত সমস্যার থাকলে তা প্রাথমিকভাবে শনাক্ত করা। সেসময় সবাই বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করেন এবং যাদের চশমা প্রয়োজন হয় তাদের বিনামূল্যে চশমা দেওয়া হয়।
ওয়েলনেস প্রোগ্রাম সম্পর্কে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ফাহমিদা খান বলেন, “আমাদের বিশ্বাস, একটি উন্নত সমাজব্যবস্থা গঠন করতে প্রয়োজন একটি সুস্থ সমাজ। আমাদের কর্মী ও গ্রাহকরাই আমাদের সাফল্যের মূল চালিকাশক্তি, এবং তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই ওয়েলনেস প্রোগ্রামের মাধ্যমে আমরা সবাইকে নিজের যত্ন নেওয়ার গুরুত্ব সম্পর্কে বোঝাতে চেয়েছি এবং ভবিষ্যতেও আমরা এমন উদ্যোগ অব্যাহত রাখবো বলে আশাবাদী।”
এমন উদ্যোগের মাধ্যমে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি একটি সুস্থ এবং উৎপাদনশীল কর্ম-পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যা বাংলাদেশের আর্থিক খাতে কর্পোরেট ওয়েলনেস বিষয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে।