× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রূপালী ব্যাংকে ‘গ্রাহক সেবা পক্ষ’ উদ্বোধন

২১ অক্টোবর ২০২৫, ১৮:৪৪ পিএম

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে রূপালী ব্যাংক পিএলসিতে “গ্রাহক সেবা পক্ষ” পালন কর্মসূচী শুরু হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আহসান কবীরের উপস্থিতিতে ১৯ অক্টোবর থেকে ২ নভম্বের পর্যন্ত চলমান এই কর্মসূচীর সারাদেশে একযোগে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। আহসান কবীর বলেন, বুদ্ধিবৃত্তিক ও নৈতিকতার সমন্বয়ে তরুণ প্রজন্ম গড়ে তুলতে হবে; তাহলেই আমরা একটি সুন্দর বাংলাদেশ পাব।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি বলেন, বছরব্যাপী গ্রাহক সন্তুষ্টি বজায় রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

গ্রাহক সেবা পক্ষ পালনের অংশ হিসেবে এই অনুষ্ঠানের মাধ্যমে রাজশাহীর নিয়ামতপুর শাখার ৮ জন এবং রংপুরের মাহিগঞ্জ শাখার ১০ জন তরুন কৃষকের মাঝে সরাসরি কৃষি ঋণ বিতরণ করা হয়। পক্ষব্যাপী চলমান এই কর্মসূচীতে উত্তম সেবা নিশ্চিত করতে রূপালী ব্যাংকের ৫৮৬টি শাখা ও ৩৬টি উপশাখায় ব্যানার স্থাপনের মাধ্যমে “অভ্যর্থনা ও তথ্য ডেস্ক” চালু করার পাশাপাশি গ্রাহকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে অভিযোগ ও পরামর্শ গ্রহন করা হবে এবং অভিযোগ নিষ্পত্তিকরণ ও পরামর্শ মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ।

ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, সালামুন নেছা, মো. মইন উদ্দিন মাসুদ ও আবু নাসের মোহাম্মদ মাসুদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন ব্যাংকের সকল বিভাগয় কার্যালয়ের মহাব্যবস্থাপক, জোনাল ম্যানজোর, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ও উপশাখার ব্যবস্থাপকগণ ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.