× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ল’ টকস অনুষ্ঠিত

২১ অক্টোবর ২০২৫, ১৮:৪৮ পিএম

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) সেন্টার ফর লিগ্যাল রিসার্চের উদ্যোগে ল' টকস অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট রুমে 'বিপ্লবী সাংবিধানিকতা: সাংবিধানিক সংশোধনী' নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার এনএসইউ কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কোষধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আব্দুর রব খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. শরীফ ভূঁইয়া।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে আইন বিভাগের অধ্যাপক ও ডিন, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ড. রিজওয়ানুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের সংবিধান ও সাংবিধানিক সংশোধনীগুলো বোঝার জন্য একাডেমিক আলোচনার গুরুত্ব অপরিসীম। তিনি শিক্ষার্থীদের আইন ও সংবিধান বিষয়ে গভীর আগ্রহ ও গবেষণামূলক মনোভাব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।‘

মূল আলোচনায় ড. শরীফ ভূঁইয়া জুলাই বিপ্লব-পরবর্তী সংবিধানের অবস্থান, চতুর্থ এবং পঞ্চদশ সংশোধনীসহ বিভিন্ন সাংবিধানিক পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ করেন। পাশাপাশি তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা নিয়েও আলোচনা করেন। আলোচনার পর শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

অধ্যাপক আবদুর রব খান তাঁর বক্তব্যে বলেন, ‘এ ধরনের একাডেমিক আলোচনায় অংশগ্রহণ শিক্ষার্থীদের আইন অনুশীলন ও যুক্তিতর্কের ক্ষমতা বৃদ্ধি করে।‘

সমাপনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘সংবিধান একটি জাতির ভিত্তি। এর ধারাবাহিক গবেষণা ও বিশ্লেষণ জাতি হিসেবে আমাদের শক্তিশালী করে।‘ তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগকে এমন সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের শেষাংশে আইন বিভাগের প্রধান অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও গবেষণামূলক আলোচনা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.