× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভোলার তজুমদ্দিনে দুই লাইটার জাহাজে সংঘর্ষ

২২ অক্টোবর ২০২৫, ২০:৩০ পিএম

ভোলার তজুমদ্দিনে দুই লাইটার জাহাজে সংঘর্ষ; চরে আটকে পড়া ক্ষতিগ্রস্ত লাইটার জাহাজ হতে ১৩ জন ক্রুকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫ তারিখ রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, আজ ২০ অক্টোবর ২০২৫ তারিখ মঙ্গলবার মধ্যরাত ২ টায় ভোলার তজুমদ্দিনস্থ থানাধীন বরিশাল বাজার লাল ঘাট আইল্যান্ড সংলগ্ন এলাকায় 'এমভি উম্মে হাবিবা' নামক একটি লাইটার জাহাজ অপর একটি লাইটার জাহাজ 'এমভি মডার্ন মেরিন-১৯' এর সাথে দুর্ঘটনায় পতিত হয়। এসময় 'এমভি মডার্ন মেরিন-১৯' লাইটার জাহাজটির তলদেশ ফেটে গিয়ে পানি প্রবেশ করলে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে চরে আটকে যায়। পরবর্তীতে জাহাজের ক্রুরা কোস্ট গার্ডের শরণাপন্ন হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন রামগতি কর্তৃক একটি উদ্বারকারী দল অতিদ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ১৩ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্বারকৃত ক্রুদের মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়।

তিন আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এরূপ সেবামূলক অভিযান অব্যাহত রাখবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.