দেশের নারী উদ্যোক্তাদের উন্নয়নে গ্লোবাল অন্ট্রপ্রেনারশিপ নেটওয়ার্ক (জিইএন) বাংলাদেশ-এর সহযোগিতায় দুই দিনব্যাপী একটি মাস্টারক্লাস দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।
গেটস ফাউন্ডেশনের সহায়তায় আয়োজিত এই ‘উদ্যোগTARA গ্লোবাল এজ ২০২৫’ শীর্ষক মাস্টারক্লাসের লক্ষ্য ছিল দেশের নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক জ্ঞান, সক্ষমতা ও বৈশ্বিক পরিমণ্ডল সম্পর্কে জানাশোনা বৃদ্ধি করা, যাতে তাঁরা বাস্তবমুখী দক্ষতা অর্জনের মাধ্যমে টেকসই ব্যবসায় প্রতিষ্ঠা করতে পারেন।
২৯ ও ৩০ সেপ্টেম্বর ২০২৫ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই বিশেষ প্রশিক্ষণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৬৫ জন সম্ভাবনাময় নারী উদ্যোক্তা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিইএন বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক কে. এম. হাসান রিপন এবং ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কর্মকর্তারা এমন উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ ও আন্তঃদেশীয় সহায়তার ওপর গুরুত্বারোপ করেন।
এই মাস্টারক্লাস পরিচালনা করেন নেদারল্যান্ডসের প্রখ্যাত বিজনেস কোচ মিক ওয়ালভিশ। ব্যবসায়িক লক্ষ্যকে কীভাবে টেকসই উন্নয়নে রূপ দেওয়া যায়, সেই বিষয়ে তিনি অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের দিকনির্দেশনা দেন। ইন্টারেকটিভ সেশন ও বাস্তবমুখী অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তারা নেতৃত্ব, আর্থিক ব্যবস্থাপনা ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে জ্ঞানার্জন করেন, যা তাঁদের বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশে সফল হতে সহায়তা করবে। প্রশিক্ষণার্থীরা স্থানীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে মূল্যবান দিকনির্দেশনা, পরামর্শ ও ক্রস-লার্নিংয়ের সুযোগ পেয়েছেন। পাশাপাশি এই সেশনটি নারী উদ্যোক্তাদের শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।
নারী নেতৃত্বাধীন উদ্যোগকে প্রশিক্ষণ, অর্থায়ন ও কৌশলগত সহায়তা দিয়ে এগিয়ে নেওয়ার মাধ্যমে দেশে একটি অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও কার্যকর উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তুলতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।