২৬ অক্টোবর ২০২৫ইং ঢাকায় ইস্টার্ন ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে ফল-২০২৫ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। এসময় নতুন শিক্ষার্থীদের ইস্টার্ন ইউনিভার্সিটি পরিবারে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এস. এম. আমানুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ড. এ. বি. এম. শহিদুল ইসলাম এবং মোহাম্মদ আলী আজ্জম।
বক্তরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদেরকে মনোযোগী, নৈতিক ও পেশাগতভাবে দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তারা উচ্চশিক্ষার মাধ্যমে সমাজে নেতৃত্ব সৃষ্টির গুরুত্ব নিয়েও আলোচনা করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মো. শামসুল হুদা, রেজিস্ট্রার ড. আবুল বাশার খান, প্রযুক্তি ও প্রকৌশলী অনুষদের ডীন প্রফেসর ড. মো. মাহফুজুর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান, ইংরেজি বিভাগের চেয়ারপারসন এসিস্টেন্ট প্রফেসর মো: রফিউসসান প্রমুখ। তারা উপস্থিত সকল অতিথি, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নতুন শিক্ষার্থীদের সফল শিক্ষাজীবনের শুভকামনা জানান।
অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো, বিভিন্ন সেবা, ক্লাব কার্যক্রম ও ক্যাম্পাস লাইফ সম্পর্কে ধারণা দেওয়া হয়। পরিশেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।